1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর ৩ ক্যাপ্টেন

২৬ মে ২০১০

বিশ্বের বিভিন্ন সঙ্কটপূর্ণ এলাকায় জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের অবদান অনস্বীকার্য৷ সেদেশের সেনাবাহিনীর ৩ ক্যাপ্টেন আইভরি কোস্ট’এ নিজেদের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন৷

https://p.dw.com/p/NXAv
আইভরি কোস্টে জাতিসংঘ শান্তি মিশন (ফাইল ফটো)ছবি: AP

পৃথিবীর যে সব দেশে জাতিসংঘের শান্তি মিশন আছে, সেই সব দেশের প্রায় প্রত্যেকটিতেই বাংলাদেশের সেনাবাহিনীর বহু সদস্য শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত৷ সুদূর পশ্চিম আফ্রিকার আইভরি কোস্ট'এও বাংলাদেশের ২,০০০-এরও বেশি সেনা কর্মরত৷ এঁদের মধ্যে ৩ জন ক্যাপ্টেন মর্যাদার তরুণ বার্লিনে এসেছেন৷ মহম্মদ তৌহিদ আলী, রাহীন হায়দার ও তন্ময় তালুকদার – এঁদের কারুরই বয়স ২৫-এর বেশি নয়৷ ক্যাপ্টেন মর্যাদার রাহীন ফরাসি ভাষার দোভাষী হিসেবে আইভরি কোস্টে কর্মরত৷

জার্মানি সহ বিভিন্ন দেশের সেনারা বিভিন্ন দেশে গিয়ে কীভাবে শান্তিরক্ষা করে, স্থানীয় জনগণের সঙ্গে কীভাবে মিলেমিশে পরিস্থিতি আয়ত্তে আনে, জাতিসংঘের বিধানে কীভাবে জনগণের সঙ্গে ব্যবহার করতে হবে – এই সব বিষয়ে শিক্ষা নেওয়ার জন্য এই ৩ বাংলাদেশি সেনা ৩ মাসের জন্য ইউরোপের কয়েকটি শহরে এসেছেন৷

প্রতিবেদন: দাউদ হায়দার

সম্পাদনা: সঞ্জীব বর্মন