বার্লিনে প্রথমবার গৃহহীনদের শুমারি
১০ ফেব্রুয়ারি ২০২০এর আগে নানা পরিসংখ্যানে বার্লিনে ছয় হাজার থেকে ১০ হাজার গৃহহীন মানুষ আছে বলে জানানো হয়েছিল৷
জানুয়ারির শেষ দিকে চালানো এই জরিপে বার্লিনে এক হাজার ৯৭৬ জন গৃহহীন মানুষ পাওয়া গেছে৷ শুক্রবার ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়৷
তাদের মধ্যে ৯৪২ জন ‘উইন্টার এইড ফ্যাসিলিটিস’ এর জন্য নাম নিবন্ধন করেছেন৷ এছাড়া পাবলিক স্পেসের জন্য নিবন্ধন করেছেন ৮০৭ জন, বিভিন্ন স্টেশনে বসবাস করেন ১৫৪ জন, হাসপাতালের রেসকিউ সেন্টারে আছেন ১৫ জন এবং থানায় আছেন ১২ জন৷
গৃহহীন এসব মানুষদের গড় বয়স ৩০ থেকে ৪৯ এবং তাদের ৮৪ শতাংশ পুরুষ৷
‘নাইট অব সলিডারিটি’ ব্যানারে প্রায় ২৬০০ স্বেচ্ছাসেবক তিন থেকে পাঁচজনের দলে ভাগ হয়ে গৃহহীনদেরএই শুমারি করে৷ ২৯ ও ৩০ জানুয়ারি এই দুইদিন শুমারির কাজ চলে৷
শুমারিতে ধারণার চাইতে কম গৃহহীন মানুষ পাওয়া নিশ্চিতভাবে পরিস্থিতির উন্নতির কথা বলছে৷ নিউ ইয়র্ক ও প্যারিসের পদ্ধতি অনুসরণ করে বার্লিনে এই শুমারি করা হয়৷
গত বছর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে গৃহহীনদের সংখ্যা বাড়ছে৷ ওই প্রতিবেদনে দেশজুড়ে ২০১৮ সালে প্রায় ছয় লাখ ৭৮ হাজার মানুষের থাকার ঠিকঠাক জায়গা ছিল না বলে উল্লেখ করা হয়৷ তাদের মধ্যে প্রায় ৪১ লাখ মানুষ রাস্তায় থাকে৷
ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো তাদের নাগরিকদের চাকরি খুঁজতে যেকোনো সদস্য রাষ্ট্রে যাওয়ার অনুমতি দেয়৷ কিন্তু তাদের অনেকে জার্মানিতে সামাজিক নিরাপত্তা প্রকল্পের অংশ হতে পারেননি৷
এসএনএল/কেএম (ডিপিএ, ইপিডি)
২০১৭ সালের ছবিঘরটি দেখুন...