1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে ছুরি নিয়ে আক্রমণ, গ্রেপ্তার এক

১ জানুয়ারি ২০২৫

ঘটনায় দুজন আহত হয়েছে। বার্লিনের শার্লটেনবুর্গ অঞ্চলে এই ঘটনা ঘটেছে। আক্রমণকারী সিরিয়ান বলে জানা গেছে।

https://p.dw.com/p/4oitA
এই সুপারমার্কেটেই ঘটনাটি ঘটে
বার্লিনে ছুরি হামলাছবি: Bernd von Jutrczenka/dpa/picture alliance

মঙ্গলবার পশ্চিম জার্মানির শার্লটেনবুর্গ অঞ্চলে এক ব্যক্তি ছুরি নিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় দুজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১২ টা বাজার সামান্য আগে এই ঘটনা ঘটেছে।

একটি সুপার মার্কেটে ওই ব্যক্তি আচমকাই ছুরি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। এরপর সেখান থেকে বেরিয়ে সে একটি হোটেলের সামনে পৌঁছে যায়। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, সুপারমার্কেট থেকেই ছুরিটি চুরি করে সে। সিরিয়ার নাগরিক ওই ব্যক্তি এখন সুইডেনে থাকে। কেন সে বার্লিনে এসেছিল, তা স্পষ্ট নয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

হামবুর্গের হামলাকারী সম্পর্কে ‘জানতো’ পুলিশ

স্থানীয় খবর জানিয়েছে, ওই ব্যক্তি হাতে ছুরি নিয়ে যত্রতত্র আক্রমণ চালাচ্ছিল। বেশ কিছু ব্যক্তি তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ আসার আগেই তারা ওই ব্যক্তিকে ধরে ফেলে। যে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজনের অবস্থা স্থিতিশীল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মনে হয়েছে, আক্রমণকারী মানসিক বিকারগ্রস্ত। এই আক্রমণের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

এদিকে এই একই দিনে দক্ষিণ পশ্চিম জার্মানিতে পুলিশ আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। ওই ব্যক্তি একটি এক্সকাভেটর চুরি করে পালানোর চেষ্টা করছিল। ৩৮ বছরের ওই জার্মান একটি হার্ডওয়্যারের দোকানের সামনে থেকে এক্সকাভেটরটি চুরি করে পালানোর চেষ্টা করছিল। তিনজন পুলিশ অফিসার তার পিছনে যায়। কিন্তু পুলিশ দেখে ওই ব্যক্তি বেপরোয়াভাবে এক্সকাভেটরটি চালাতে শুরু করে। তখনই পুলিশ গুলি করে বলে দাবি করা হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)