1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারকা-নবীনের মহামিলন

২৯ জানুয়ারি ২০১৩

ইউরোপে বছরের প্রথম বড় চলচ্চিত্র উৎসব বার্লিনালে শুরু হলো বলে৷ চলচ্চিত্র জগতকে যাঁরা ভালোবাসেন তাঁদের অনেকেই তাকিয়ে আছেন আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বখ্যাত আসরটির দিকে৷

https://p.dw.com/p/17TQc
Der Berlinale Bär im Sony Center am Potsdamer Platz ***Das Pressebild darf nur in Zusammenhang mit einer Berichterstattung über die Berlinale verwendet werden*** · beim Abdruck muss als Bildnachweis der jeweils genannte Rechteinhaber angeführt werden. Sollte dem zur Verfügung gestellten Bild keine explizite Information zu einem Rechteinhaber beigefügt sein, ist © Berlinale anzuführen Veröffentlichung sind ausschließlich im Rahmen einer redaktionellen Berichterstattung über die Berlinale gestattet
ছবি: Berlinale

এবার কয়টি দেশের কয়টি ছবি থাকবে, কবে কোথায় দেখানো হবে কোন ছবি, কী কী ধরনের ছবি থাকছে, পরিচালক-অভিনেতা-অভিনেত্রী-কলাকুশলীরা কেমন – সবই জানিয়ে দিয়েছেন উৎসবের আয়োজকরা৷

জার্মানির বার্লিনে চলচ্চিত্রের আন্তর্জাতিক এ উৎসব হতে চলেছে ৬৩তম বারের মতো৷ যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নকে ঘিরে পুঁজিবাদী ও ‘সমাজতান্ত্রিক' বিশ্বের সেই ঠাণ্ডা যুদ্ধের যুগে উৎসবের পথ চলা শুরু৷ বিশ্ব মানচিত্রের অনেক সমস্যা, সংকটের বাস্তবতাই উঠে আসছে উৎসবে প্রদর্শিত ছবির মাধ্যমে৷ এবারও এ নিয়মের ব্যতিক্রম হবে না৷ উৎসবের পরিচালক ডিটার কসলিক জানিয়েছেন এবার উৎসবে দেখানো হবে মোট ২১টি দেশের ছবি৷ মূল পর্বে দেখানো হবে ২৪টি, এর বাইরেও আগ্রহীরা পাবেন চারশ'রও বেশি ছবি দেখার সুযোগ৷

Deutschland Berlinale 2013 Wettbewerb Filmszene Dark Blood
মূল পর্বে দেখানো হবে ২৪টি, এর বাইরেও আগ্রহীরা পাবেন চারশ'রও বেশি ছবি দেখার সুযোগছবি: Berlinale 2013

উৎসবের উদ্বোধন হবে ৬ই ফেব্রুয়ারি৷ সেদিন থেকে এবার কারা কারা গোল্ডেন বিয়ার বা সিলভার জিতবেন এ নিয়ে কৌতূহলও বেড়ে যাবে সবার৷ এ প্রতিযোগিতায় থাকবে ১৯টি ছবি৷ সেখান থেকে চীনের পরিচালক ওং কার ওয়াই-এর নেতৃত্বাধীন জুরি বোর্ড বেছে নেবেন এ আসরের সেরা সেরা ছবি, সেরা অভিনেতা-অভিনেত্রীসহ অন্য সব পুরস্কার বিজয়ীদের৷ জুরি বোর্ডে আছেন অস্কার জয়ী অভিনেতা টিম রবিনস, নিউ ইয়র্ক ভিত্তিক ইরানি চলচ্চিত্র নির্মাতা শিরিন নেশাত, গ্রিসের প্রযোজক আথিনা রাচেল সাংগারি, অস্কার বিজয়ী ড্যানিশ পরিচালক সুজানে বিয়ার, জার্মান পরিচালক আন্দ্রেয়াস ড্রেজেন এবং যুক্তরাষ্ট্রের ক্যামেরাউয়োম্যান এলেন কুরাস৷

অভিনেতা-অভিনেত্রীদের তালিকাতেও থাকছে বড় বড় তারকাদের নাম৷ ক্যাথারিন দন্যোভকে দেখা যাবে ‘অন মাই ওয়ে' ছবিতে৷ এছাড়া ম্যাট ডেমন, জুড ল, এথান হক, জুলি ডেলপি, নিকোলাস কেজ, এমা স্টোন, জিওফ্রে রাশ, ইসাবেল হুপার্ট এবং ক্রিস্টোফার লি-র অভিনয়ও দেখা যাবে বার্লিনালে-র ৬৩ম আসরে৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য