বার্লিনালে ২০১৮: যৌনতার হলো জয়
এবারের বার্লিনালে পুরস্কারে বেশ কিছু বিষয়ে ছিল ভিন্নতা৷ সবাইকে অবাক করে দিয়ে সেরা ছবির জন্য ‘গোল্ডেন বেয়ার’ জিতেছে ‘টাচ মি নট’৷ পুরস্কারগুলোতে ছিল নারীদের আধিপত্য৷
সেরা ছবি: ‘টাচ মি নট’
কেবল দর্শকদের কাছেই নয়, এই ছবিটি যে সেরা হবে সেটা ছবির পরিচালকও ভাবতে পারেননি৷ শারীরিক নৈকট্য বা স্পর্শ নিয়ে ভীতি এবং তা থেকে উত্তোরণ এই ছবির মূল বক্তব্য৷ রোমানিয়ার নারী পরিচালক আদিনা পিনতিলির এই চলচ্চিত্রে যৌনতা নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে যে সেটা অনেক দর্শকের বিরক্তির উদ্রেক করেছে৷
গ্র্যান্ড জুরি পুরস্কার: ‘মাগ ’
‘মাগ ’ সিনেমার জন্য গ্র্যান্ড জুরি পুরস্কারের ‘সিলভার বেয়ার’ জিতেছেন পোলিশ নারী পরিচালক মালগোরজাতা সুমোস্কা৷ এক উচ্ছল তরুণের দুর্ঘটনায় জীবনে কত নাটকীয় পরিবর্তন আসে তা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি৷
সেরা অভিনেত্রী: ‘দা হায়ারএসেস’-এর আনা ব্রুন
প্যারাগুয়ের এই চলচ্চিত্রে মূলত সেই দেশের রক্ষণশীল সমাজে নারীদের অবস্থানের কথা তুলে ধরা হয়েছে৷ এই সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আনা ব্রুন৷
সেরা অভিনেতা: ‘দ্য প্রেয়ার’-এর অ্যান্থনি ব্যাজো
সেরা অভিনেতার সিলভার বেয়ার জিতেছেন ফরাসি অভিনেতা অ্যান্থনি ব্যাজো৷ মাদকাসক্ত এক যুবকের ভূমিকায় তাঁর অসাধারণ অভিনয় দর্শকদেরও মন জয় করেছে৷
সেরা পরিচালক: ‘আইল অফ ডগস’-এর জন্য ওয়েস অ্যান্ডারসন
‘আইল অফ ডগস’ ছবির জন্য সেরা পরিচালকের সিলভার বেয়ার জিতেছেন মার্কিন পরিচালক ওয়েস অ্যান্ডারসন৷ অ্যানিমেশন এই ছবিটি সেরা ছবির পুরস্কার পাবে বলে ভেবেছিলেন বেশিরভাগ দর্শক৷ ছবিতে কুকুরের কণ্ঠ দিয়েছেন অভিনেতা বিল মারে৷ পরিচালকের পক্ষে তিনি পুরস্কার গ্রহণ করেন৷
সেরা স্ক্রিনপ্লে: মিউজিয়াম
মেক্সিকান পরিচালক আলোনজো রুইসপালকিওস সেরা স্ক্রিনপ্লে’র পুরস্কার জিতেছেন৷ ৮০'র দশকে মেক্সিকো সিটির একটি জাদুঘরকে কেন্দ্র করে এই ছবিটি নির্মিত৷
সেরা আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র: ‘দ্য মেন বিহাইন্ড দ্য ওয়াল’
ইসরায়েলের নারী পরিচালক ইনেস মোলদাভস্কির এই ছবিটি গাজা সীমান্ত বরাবর দেয়ালকে ঘিরে৷ দেয়ালের দুই পারে মানুষের মধ্যে ফোন সেক্স নিয়েই এর কাহিনি৷