বার্লিনালে থেকে বিজয়ীর হাসি নিয়ে ফিরলেন যাঁরা
শেষ হলো বার্লিনালে ২০১৭৷ আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের শেষ দিনে ছিল বিজয়ীদের নাম ঘোষণার পালা৷ চলুন ছবিঘরে দেখে নিই কে বা কোন ছবির ভাগ্যে জুটল কোন পুরস্কার৷
গোল্ডেন বেয়ার জিতল ‘অন বডি অ্যান্ড সোল’
এবার সেরা ছবির ‘গোল্ডেন বেয়ার’ পুরস্কারের দৌড়ে ছিল ১৯টি ছবি৷ শেষ পর্যন্ত জুরি বোর্ডের বিবেচনায় সেরা হয়েছে হাঙ্গেরির ছবি ‘অন বডি অ্যান্ড সোল’৷
সেরা অভিনেতা গিয়র্গ ফ্রিডরিশ
‘ব্রাইট নাইটস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন অস্ট্রিয়ার অভিনেতা গিয়র্গ ফ্রিডরিশ৷ কিশোর সন্তানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এক বাবার ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য ‘সিলভার বেয়ার’ দেয়া হয় তাঁকে৷
সেরা অভিনেত্রী কিম মিন-হি
সেরা অভিনেত্রী হিসেবে ‘সিলভার বেয়ার’ জিতেছেন কোরিয়ার অভিনেত্রী কিম মিন-হি৷ ‘অন দ্য বিচ অ্যাট নাইট অ্যালোন’ ছবির জন্য এ পুরস্কার পেলেন তিনি৷
‘দ্য আদার সাইড অফ হোপ’
এ ছবি পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ফিনল্যান্ডের আকি কাউরিসমাকি৷ গত ছয় বছরে একটিই ছবি নির্মাণ করেছেন ‘লেলিনগ্রাদ কাউবয়েজ গো অ্যামেরিকা’ ছবির জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই পরিচালক৷ সেরা পুরস্কার হাতে ওঠার আগেও এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আর ছবি পরিচালনা চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই তাঁর৷ বার্লিনালে জয় করার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন কিনা সেটাই এখন দেখার৷
এক তৃতীয় লিঙ্গের অভিনেতার সাফল্য
সেরা নিত্রনাট্যের জন্য সিলভার বেয়ার জিতেছেন তৃতীয় লিঙ্গের অভিনেতা ড্যানিয়েলা ভেগা৷ ‘আ ফ্যানটাস্টিক ওম্যান’ ছবির কাজ এই পুরস্কার এনে দেয় তাঁকে৷
সেরা তথ্যচিত্র ফিলিস্তিনের
এবার সেরা তথ্যচিত্রের পুরস্কারটি উঠেছে ফিলিস্তিনের পরিচালক রায়েদ আন্দোনির হাতে৷ ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনিদের আটকের পর যে অত্যাচার করে, তা নিয়েই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন রায়েদ৷
সেরা প্রতিভা ফাতেমে আহমাদি
শুধু পুরস্কার নয়, উদীয়মান এবং সম্ভাবনাময়দের প্রশিক্ষণও দিয়ে থাকে বার্লিনালে কর্তুপক্ষ৷ এবার বার্লিনালে ২০১৭ সালের সেরা প্রতিভা হিসেবে ছয় দিনের একটি ট্রেনিং কোর্স করার সুযোগ পেয়েছেন ইরানের পরিচালক ও স্ক্রিনরাইটার ফাতেমে আহমাদি৷