বার্লিন চলচ্চিত্র উৎসবের ১০ নারী
বৃহস্পতিবার শুরু হয়েছে বার্লিন চলচ্চিত্র উৎসব ২০১৯৷ চলচ্চিত্রকেন্দ্রিক বিশ্বের অন্যতম বড় এই আয়োজনে সবসময় প্রাধান্য পান নারীরা৷ নারী নির্মাতা, অভিনেতাদের আলাদা সম্মান৷ এই উৎসব মাতাবে এমন ১০ খ্যাতিমান নারীকে চিনে নিন৷
লোন শেরফিগ
ডেনমার্কের এই চলচ্চিত্র নির্মাতার সর্বশেষ ছবি ‘দ্য কাইন্ডনেস অব স্ট্রেঞ্জারস’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে এই উৎসবে৷ শেরফিগ ডেনমার্কের চলচ্চিত্র বিষয়ক আন্দোলন ডগমে ৯৫-এর একজন আন্দোলনকারী৷ তাঁর নির্মাণ করা চলচ্চিত্র ‘অ্যান এডুকেশন’ ৩টি বিভাগে অস্কার জেতে এবং সারা বিশ্বে ২৫টিরও বেশি সম্মাননা পায়৷
শার্লট র্যামপ্লিং
অভিনেত্রী শার্লট র্যামপ্লিংয়ের হলিউড ক্যারিয়ার শুরু ১৯৬০ সালে৷ এই অভিনেত্রী অভিনয় করেছেন ইতালীয়, ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষার শতাধিক চলচ্চিত্রে৷ ২০১৫ সালে ‘ফোরটি ফাইভ ইয়ারস’ ও ২০১৭ সালে ‘হানাহ’ ছবি দিয়ে মাত করেন তিনি৷ এবার বার্লিন চলচ্চিত্র উৎসবে থাকছেন অতিথি হয়ে৷
জুলিয়েট বিনোচ
ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোচ ফ্রান্সের বাইরে তাঁর ছবি ‘চকোলেট’-এর কারণে ভীষণ পরিচিত৷ ২০০০ সালে এই ছবির জন্য তিনি অস্কার মনোনয়ন পান৷ এবার বার্লিনে থাকছেন সিনেমাটোগ্রাফির জুরি বোর্ডের সদস্য হয়ে৷
ডায়ান ক্রুগার
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবে ফাতিহ আকিনের ছবি ‘ইন দ্য ফেড’-এর জন্য গোল্ডেন পাম জেতেন অভিনেত্রী ডায়ান ক্রুগার৷ জার্মান-অ্যামেরিকান এই অভিনেত্রী এবার হাজির হচ্ছেন বার্লিনে৷ সঙ্গে থাকছে ইসরায়েলি নির্মাতা জুভাল এডলারের ‘দ্য অপারেটিভ’ ছবিটি৷ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ক্রুগার৷
আগ্নিয়েস্কা হলান্ড
পোলিশ চলচ্চিত্র নির্মাতা আগ্নিয়েস্কা হলান্ড এসেছেন তাঁর নির্মাণ করা ছবি ‘মিস্টার জোনস’-এর প্রিমিয়ার করতে৷ ছবিটি এ বছর নারী নির্মাতাদের প্রতিযোগিতায় লড়বে ১৭টি ছবির সঙ্গে৷ স্ট্যালিন যুগে ইউক্রেনের এক সাংবাদিকের জীবন নিয়ে তৈরি করেছেন ছবিটি৷ সবাই অপেক্ষায় তার ঝলক দেখার জন্য৷
ইসাবেল কইশেট
স্পেনিশ চলচ্চিত্র নির্মাতা ইসাবেল কোইক্সেট ২০০৩ সালে গোল্ডেন বিয়ার-এ মনোনয়ন পাওয়ার পর থেকে প্রতিবছরই বার্লিন চলচ্চিত্র উৎসবে আসেন৷ তিনি সেই সময় তাঁর নির্মিত নাটক ‘মাই লাইফ উইদাউট মি’-র জন্য মনোনোয়ন পান৷ এ বছর নারী যুগল নিয়ে নির্মিত ছবি ‘এলিসা অ্যান্ড মারসেলা’ নিয়ে হাজির হয়েছেন৷
আঙ্গেলা শেনেলেক
আঙ্গেলা শেনেলেক একজন জার্মান নির্মাতা৷ বার্লিন চলচ্চিত্র স্কুলের খ্যাতনামা নির্মাতাদের একজন৷ তাঁর সহপাঠী ছিলেন ক্রিশ্চিয়ান পেটসোল্ড ও টোমাস আরসালানের মতো নির্মাতারা৷ এবার তিনি উৎসব মাতাবেন ‘আই ওয়াজ অ্যাট হোম, বাট’ নামের চলচ্চিত্রটি দিয়ে৷ এক শিশুর নিঁখোজ হওয়ার গল্প নিয়ে নির্মিত এটি৷
আগনেস ভারদা
৯০ বছর বয়সি ফরাসি চলচ্চিত্র নির্মাতা আগনেস ভারদা এখনো ভীষণ সচল৷ ১৯৬০ সালের দিকে ক্যারিয়ার শুরু করা এই নারী ফরাসি চলচ্চিত্রের ইতিহাসের একজন প্রভাবশালী চরিত্র৷ এ বছর তিনি বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন এই উৎসবে৷
মারিয়েটে রিজেনবিক
বার্লিন চলচ্চিত্র উৎসব পরিচালনা করছেন মারিয়েটে রিজেবিক৷ হ্যাঁ, জার্মান এই চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকই এবার প্রধান নির্বাহী হিসেবে বার্লিনালে পরিচালনা করবেন৷
টিলডা সুইন্টন
হলিউড অভিনেত্রী টিলডা সুইন্টনের বার্লিন উৎসবে আনাগোনা অনেক বছর ধরে৷ এবার রেড কার্পেট মাতাবেন এই অভিনেত্রী৷ এই উৎসবে দুটো ছবি আছে তাঁর৷ ‘দ্য গার্ডেন’ ও ‘দ্য সুভেনির’ নামের দুটো ভিন্ন ধারার ছবি দুই ক্যাটাগরিতে প্রদর্শিত হবে৷