1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাদ পড়লো বাহরাইন, ভারতে ফর্মুলা ওয়ান হচ্ছে

১০ জুন ২০১১

তারিখ পরিবর্তন নিয়ে বিতর্কের জের ধরে চলতি বছর বাহরাইনে ফর্মুলা ওয়ান বাতিল হলো৷ ভারতের আশা, নতুন দিল্লির প্রথম ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা অক্টোবরেই অনুষ্ঠিত হবে৷

https://p.dw.com/p/11Y71
বাহরাইনে না হলেও নতুন দিল্লিতে সময়মতো বসবে রেসের আসরছবি: AP

ফুটবল বা ক্রিকেট ম্যাচের জন্য চাই দুটি দল, দলের খেলোয়াড়, ব্যাট-বল সহ কিছু সরঞ্জাম, খেলার মাঠ ও দর্শক৷ কিন্তু ফর্মুলা ওয়ান মোটর রেসিং মানেই এলাহি বন্দোবস্ত৷ চালক ছাড়াও চাই গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, প্রত্যেকটি গাড়ির জন্য প্রকৌশলী ও অন্যান্যদের বড় দল, বিমা সংস্থা ইত্যাদি৷ আয়োজনের ঝুট-ঝামেলাও কম নয়৷ ফলে চট করে – ‘রেস আজ নয়, পরে হবে' এমনটা বলা যায় না৷ অনেক আগে থেকে সবকিছু পরিকল্পনা করে রাখতে হয়৷ তবেই রেসিং ঠিকমতো আয়োজন করা সম্ভব৷ অংশগ্রহণকারী দলগুলি লিখিত চুক্তির মাধ্যমে সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে রেসিং'এর দিনক্ষণ স্থির করে৷ তাতে কোনো পরিবর্তন চাইলে সবার সম্মতি নিতে হয়৷

Rennfahrer Karun Chandhok
ভারতের ফর্মুলা ওয়ান চালক করুণ চান্দকছবি: AP

কিন্তু বাহরাইন ও ভারতে ফর্মুলা ওয়ান নিয়ে যে টানাপোড়েন চলছে, তার ফলে অত্যন্ত বিরক্ত ফর্মুলা ওয়ান জগতের পরিচালক সংগঠন – আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশন৷ তারিখ পরিবর্তন করার চেষ্টা ব্যর্থ হওয়ায় বাহরাইনে এবছর ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা বাদ পড়েছে৷ বাহরাইনকে ঘিরে অনিশ্চয়তার ফলে নতুন দিল্লির প্রথম ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার তারিখও মাত্র একই সপ্তাহে দু-দু'বার বদলাতে হয়েছে৷ অবশেষে স্থির হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৩০শে অক্টোবরই নতুন দিল্লির উপকণ্ঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা৷ আয়োজকদের আশা, এই সিদ্ধান্তে আর কোনো পরিবর্তন ঘটবে না৷

Frankreich FIA Jean Todt
আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশনের প্রেসিডেন্ট জঁ টটছবি: AP

ফর্মুলা ওয়ান টিমগুলির সংগঠনকে লেখা এক চিঠিতে ফেডারেশনের প্রেসিডেন্ট জঁ টট জানিয়েছেন, বর্তমান অনিশ্চয়তার জন্য আসলে ফর্মুলা ওয়ান জগতের প্রভাবশালী কর্মকর্তা বার্নি এক্সেলস্টোন দায়ী৷ তাঁরই হাতে বাণিজ্যক অধিকার রয়েছে এবং সব পক্ষের সম্মতি নিয়ে দিনক্ষণ স্থির করা তাঁরই দায়িত্ব৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য