1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট পেশ করলেন প্রধানমন্ত্রী!

১৩ জুন ২০১৯

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থবোধ করলে, স্পিকারের অনুমতি নিয়ে তার পক্ষে বক্তব্য রাখেন  প্রধানমন্ত্রী৷

https://p.dw.com/p/3KLmp
Bangladesch - Premierministerin Sheikh Hasina und Finanzminister Ahm Mustafa Kamel
ছবি: PID

নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী৷ অসুস্থতার কারণে ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে৷ তাই স্পিকারের কাছে, কিছুটা সময় বসে, কিছুটা সময় দাঁড়িয়ে বক্তব্য পেশ করার অনুমতি চান তিনি৷

কিন্তু অর্থমন্ত্রীর শারিরীক অবস্থা দেখে, তার পক্ষে বাজেট বক্তব্য রাখার অনুমতি চান সরকার প্রধান৷ সংসদ নেতার অনুরোধে সাড়া দিয়ে, অনুমতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী৷ বলেন, প্রধানমন্ত্রী চাইলে বসেও বক্তব্য রাখতে পারেন৷

বাজেট বক্তৃতা থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির অর্থ বরাদ্দ রাখার বিষয়ে বলতে গিয়ে, প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।' এটা পড়েই হেসে ফেলেন প্রধানমন্ত্রী৷ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন,  তিনি অর্থমন্ত্রীর বক্তব্য পড়ে দিচ্ছেন৷ এসময় স্পিকার বলেন, বক্তব্যের যত জায়গায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়া হয়েছে, সব জায়গা যেন প্রধানমন্ত্রী পড়েন।

টিএম/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য