বাঙালির বর্ষবরণ
বাঙালির বর্ষবরণ নিয়ে দেখুন ছবিঘর
মঙ্গল শোভাযাত্রা
নববর্ষ উদযাপনের একটা অবিচ্ছেদ্য অংশ মঙ্গল শোভাযাত্রা৷ এতে বাঙালি সংস্কৃতির নানা দিক চিত্র, মুখোশ আর প্রতীকের মাধ্যমে তুলে ধরা হয়৷
ইতিহাস
মঙ্গল শোভাযাত্রার শুরু হয়েছিল ১৯৮৫ সালের ১লা বৈশাখে যশোরে৷ এই উদ্যোগ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক ছাত্র মাহবুব জামাল শামিম৷ চার বছর পর ১৯৮৯ সালে চারুকলা থেকে শুরু হয় এই শোভাযাত্রা৷
মূল ভাব
এবারের শোভাযাত্রার মূল ভাব ছিল ‘রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধ অনিঃশেষ’৷ এই মূল ভাবকে সামনে রেখেই বর্ণিল আর রঙিন করা হয় শোভাযাত্রাকে৷
অশুভ বিনাশ
শোভাযাত্রার মূল ভাবকে সামনে রেখেই এবার সাজানো হয় শোভাযাত্রাকে৷ বিশাল আকৃতির এক সরীসৃপ আর এর বিপরীতে শান্তির পায়রার প্রতিকৃতি মঙ্গল শোভাযাত্রায় অশুভের বিনাশের কথা বলেছে৷ আর বাংলার রয়েল বেঙ্গল টাগারের দিকে ধেয়ে আসা এক কুত্সিত দানব বলে দিয়েছে দেশের বর্তমান পরিস্থিতি৷
শক্তি জোগায়
শোভাযাত্রায় হাতি, ঘোড়া, মুখোশ, নানা ধরণের পাখি, সরাচিত্র – সব কিছুই বাঙালির চিরায়ত সংস্কৃতিকে তুলে ধরে৷ শোভাযাত্রায় অংশ নেয়া সব শ্রেণির মানুষ বলেন, এটা তাদের শক্তি দেয়৷ বাঙালি হিসেবে গর্ব করার মতো অনুপ্রেরণা দেয়৷
উৎসবের সাজ
পহেলা বৈশাখ উপলক্ষ্যে উৎসবের সাজে সেজেছিল রমনীরা৷
সবার অংশগ্রহণ
উৎসবের রঙ লেগেছে এই শিশুর মনেও৷ ছোট-বড়, নারী-পুরুশ, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্ম, বর্ণ ও রঙয়ের মানুষের প্রাণের উৎসব এই নববর্ষ বরণ৷
জোর নিরাপত্তা
মঙ্গল শোভাযাত্রার সামনে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের৷ দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল৷