1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঙালির ফুটবল উত্তেজনা

২৭ জুন ২০১৪

বিশ্বকাপ ফুটবল নিয়ে ফেসবুক, ব্লগে আলোচনার ঘাটতি নেই৷ কখনো মেসির গোল, কখনো সুয়ারেজের কামড় কিংবা নায়লা নাঈমের পতাকা পোশাক – সবই রয়েছে আলোচনায়৷ রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বাদ দিয়ে সবাই এখন ব্যস্ত ফুটবল নীতি নিয়ে৷

https://p.dw.com/p/1CRVl
Bangladesch - Fußballfans
ছবি: DW/M. Mamun

বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বকাপ নিয়ে নিয়মিতই স্ট্যাটাস পোস্ট করেন আনিসুল হক৷ সর্বশেষ বৃহস্পতিবার তিনি লিখেছেন, ‘‘ব্রাজিল চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা হবে না৷ আর্জেন্টিনা হলে ব্রাজিল হবে না৷ অন্য কেউ চ্যাম্পিয়ন হলে এদের দু'জনের কেউই চ্যাম্পিয়ন হবে না৷''

সাংবাদিক, কথাসাহিত্যিক আনিসুল হক তাঁর স্ট্যাটাসের পরের অংশে লিখেছেন, ‘‘বাংলাদেশের অন্তত অর্ধেক মানুষের জন্য কী দুঃখই না অপেক্ষা করছে....তাদের জন্যই গান: আমি দুঃখ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি...৷''

আসলে বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকই বেশি৷ তবে জার্মানির সমর্থকও কম নয়৷ মডেল নায়লা নাঈম কয়েকদিন আগে জার্মানির পতাকার রঙে তৈরি পোশাক পরে তোলা ছবি ফেসবুকে শেয়ার করেছেন৷ এই ছবি ফেসবুকে শেয়ার করেছেন অনেকে৷ নায়লা অবশ্য সবদিক রক্ষা করেই চলছেন৷ এর আগে তিনি ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা পোশাক পরা ছবিও ফেসবুকে প্রকাশ করেছেন৷

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও ফেসবুকে মাঝে মাঝেই লিখছেন বিশ্বকাপ নিয়ে৷ নাইজেরিয়া এবং আর্জেন্টিনার মধ্যকার খেলা শেষে তিনি লিখেছেন, ‘‘মেসি তো মেসিই৷ মেসি, নেইমার হচ্ছে ফুটবলের সৌন্দর্য৷ আজ নাইজেরিয়া হারলেও মুসা জিতেছে৷ অভিনন্দন মুসা, অভিনন্দন আর্জেন্টিনা৷''

এদিকে রোনাল্ডোর বিদায় নিয়ে আমার ব্লগে নিবন্ধ প্রকাশ করেছেন ব্লগার রাশু আলম৷ লেখার শিরোনাম, ‘বিদায় রোনাল্ডো'৷ তিনি লিখেছেন, ‘‘রোনাল্ডোর দুর্ভাগ্য যে তাঁর জন্ম ব্রাজিল, আর্জেন্টিনা বা নিদেন পক্ষে জার্মানি বা ইটালিতে হয়নি৷ হলে কি হত সেই আক্ষেপ হয়ত সারা জীবন আমাদের সঙ্গী হবে৷''

আরেক ব্লগার স্বপ্নবাজ অভির নিবন্ধের শিরোনাম, ‘বিশ্বকাপ ফুটবল ২০১৪ প্রথম রাউন্ডের ডায়েরি, যা কিছু থাকা উচিত স্মৃতিতে!!' সামহয়্যার ইন ব্লগে তিনি লিখেছেন, ‘‘টুর্নামেন্ট চলে এসেছে তার মূল বিজনেস এরিয়াতে....হারলেই বিদায়, স্বপ্নসমাধি!! এবারের বিশ্বকাপে অন্যরকম কিছু হবার ইঙ্গিত দিয়ে ইতিমধ্যে বেশ কিছু জায়ান্ট দল বিদায় নিয়েছে, ছোট দল বড় দল বলতে কিছুই নেই!''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য