1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঘের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা

১৫ জুলাই ২০১০

বাঘ কমে যাচ্ছে পৃথিবীতে৷ টিকে আছে মাত্র ৩ হাজার৷ লুপ্ত হয়ে যাওয়ার আগেই রক্ষা করতে হবে ‘ভয়ঙ্কর সুন্দর’ এই প্রাণীটিকে৷ এই সুর উঠল ইন্দোনেশিয়ার বালি সম্মেলনে৷ ঠিক করা হয়েছে, ১১ বছরের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করতে হবে৷

https://p.dw.com/p/OJNb
tiger, ইন্দোনেশিয়া, বাঘ, সম্মেলন, Conference, Indonesia
ছবি: AP

কে বেশি ভয়ঙ্কর মানুষ, না বাঘ৷ মানুষের চোখে তো বাঘই৷ কিন্তু আসল কথা হলো, এই মানুষের উৎপাতেই হারিয়ে যেতে বসেছে ব্যাঘ্র প্রজাতি৷ পরিসংখ্যান বলে, এখন সারাবিশ্বে বাঘের সংখ্যা মাত্র ৩ হাজার ২০০টি৷ অথচ গত শতকের শুরুতে এই সংখ্যা ছিলো প্রায় এক লাখ৷ পরিবেশবিদরা বলছেন, বেআইনি শিকার আর নির্বিচারে বনভূমি ধ্বংসের কারণেই বাঘ বিলুপ্ত হওয়ার পথে৷ আর তাই বাঘ রক্ষার দাবি উঠছে আজ বিশ্বের নানা প্রান্ত থেকে৷

বাঘ রক্ষার কর্মপরিকল্পনা নিয়ে বালি দ্বীপে গতকালই শেষ হলো আন্তর্জাতিক সম্মেলন৷ বাঘের বিচরণ আছে - এমন ১৩টি দেশের কর্মকর্তা ও পরিবেশবিদরা অংশ নেন তিনদিনের এই সম্মেলনে৷ বাঘ রক্ষায় নিজ নিজ দেশে কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা নিয়ে তারা হাজির হন৷ শেষ পর্যন্ত ঠিক হয়েছে, যে যা কিছু করছে, তার গতি বাড়াতে হবে৷ ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করতে হবে৷

বালি দ্বীপের এই সম্মেলন ছিলো আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠেয় বাঘ সম্মেলনের প্রস্তুতিপর্ব৷ ওই সম্মেলনের খসড়া ঘোষণাটি অনুমোদন হয়েছে বালিতে৷ সম্মেলনের উদ্যোক্তা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর বাঘ বিষয়ক কর্মসূচির প্রধান মাইকেল বাল্টজার এক বিবৃতিতে বলেছেন, বালি বৈঠক সেন্ট পেটার্সবার্গ সম্মেলনের সাফল্যের ভিত তৈরি করে দিয়েছে৷ তিনি আরো বলেন, সম্মেলনে যে সব দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন, তাঁরা সবাই বাঘ রক্ষার পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করার জন্য তৈরি৷ তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন, বাঘ বাঁচানোর তৎপরতা আরো জোরদার করা হবে৷ শিকার এবং বাঘের চামড়া পাচার বন্ধে কঠোর হতে হবে৷ যে সব স্থানে বাঘের আবাস রয়েছে, তা নষ্ট হতে দেওয়া যাবে না৷

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো হলো বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, চীন, ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও রাশিয়া৷ এর মধ্যে ইন্দোনেশিয়ায় বাঘের সংখ্যা এখন ৪০০টি৷ বাংলাদেশে রয়েছে ২৫০টির বেশি৷

বাঘ রক্ষার জন্য শুধু পরিকল্পনা গ্রহণ করলেই তো হবে না৷ তা বাস্তবায়নের জন্য অর্থেরও প্রয়োজন৷ সে কথা বললেন বিশ্বব্যাংকের বাঘ রক্ষা বিষয়ক কমর্সূচির পরিচালক কেশব বর্মা৷ তাঁর ভাষায়, এজন্য একটি আন্তর্জাতিক তহবিল গড়ে তুলতে হবে৷ বাঘ রক্ষার মতো বিলুপ্তপ্রায় অন্য প্রাণীগুলোকে রক্ষায়ও বিশ্ববাসীকে তৎপর হতে হবে৷ তাহলেই রক্ষা পাবে ধরা৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক