ঢাকায় পাক পররাষ্ট্রমন্ত্রী
৯ নভেম্বর ২০১২জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন৷
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ৫ ঘণ্টার সফরে ঢাকা আসেন শুক্রবার৷ তিনি মূলতঃ ঢাকা আসেন ১৯ থেকে ২২শে নভেম্বর পাকিস্তানে ডি-এইট শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যোগ দেয়ার আমন্ত্রণ জানাতে৷ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি এই আমন্ত্রণ জানান৷
এর আগে সকালে ঢাকা এসেই তিনি বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে৷ এই বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত সমস্যা সমাধানের কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী৷ তাঁরা ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার ব্যাপারে একমত হন৷ তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি একাত্তরে বাংলাদেশে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার কথা বলেন৷ জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেন, এ নিয়ে বিভিন্ন ফোরামে পাকিস্তান একাধিকবার অনুশোচনা জানিয়েছে৷ তবে তিনি মনে করেন, এখন অতীত ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে হবে৷ যা সাংবাদিকদের জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস৷
আলোচনায় বাংলাদেশকে পাকিস্তানের গুরুত্বপূ্র্ণ সহযোগী বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী৷ তিনি সম্পর্কোন্নয়নের তাগিদ দেন৷ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাঁর সঙ্গে একমত হন৷ দুই দেশের অমীমাংসিত সমস্যা সমাধানে একটি কমিশন গঠনের ব্যাপারেও কথা বলেন তাঁরা৷
ঢাকা ছাড়ার আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন৷ বৈঠকে তাঁরা আশা করেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরো সুদৃঢ় হবে৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কোন পাকিস্তানি মন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর৷