রাজনীতির গুরুত্বপূর্ণ ২৪ ঘণ্টা
১৯ নভেম্বর ২০১৩শেষ পর্যন্ত বিএনপি কি নির্বাচনে যাবে, গেলেও তা বর্তমান প্রধামন্ত্রীর অধীনে কিনা, নির্বাচনকালীন মন্ত্রিসভার প্রকৃত আকার কত বড় হবে – এমন সব প্রশ্নের উত্তর পেতে আর ২৪ ঘণ্টার বেশি সময় লাগবে না, বলে মনে করেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিপপ-এর প্রধান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ৷ তাঁর মতে, এরপর সব কিছু পরিষ্কার হয়ে যাবে৷
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়া বৈঠক করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে৷ তবে তার আগেই বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজি রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন৷ সেখানে আলোচনায় জানুয়ারির প্রথমভাগে সংসদ নির্বাচন এবং তফশিল প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে৷
এদিকে বিএনপি চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছে, বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ জানা গেছে, বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে রাষ্ট্রপতির অধীনে নির্বাচন চাইতে পারে৷ আর তা সম্ভব হলে তাঁরা সর্বদলীয় সরকারে যোগ ও নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে৷ মির্জা ফখরুল বলেন এখন যে সর্বদলীয় সরকারের কথা বলা হচ্ছে তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়৷ তাই রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা তাঁরা আশা করেন৷
এদিকে যে-কোনো সময় সর্বদলীয় সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গেজেট প্রকাশ করা হবে৷ তাতে দপ্তরও বণ্টন করা হবে৷ বিকেল নাগাদ এব্যাপারে ঘোষণা না আসলেও সিদ্ধান্ত হয়ে গেছে বলে জানা গেছে৷ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সর্বদলীয় সরকারে যোগ দিলে তাদের ১২ জনকে মন্ত্রী করা হতে পারে৷
জানিপপ-এর প্রধান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের চলমান রাজনীতির অনেক বিষয় পরিস্কার হয়ে যাবে৷ তিনি বলেন শেষ মুহূর্তে ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট' বিএনএফ-এর নিবন্ধন খুবই ইঙ্গিতপূর্ণ৷ তিনি বলেন বিএনপি যদি রাষ্ট্রপতির অধীনে নির্বাচনের প্রস্তাব দেয় তা আওয়ামী লীগ মানবে বলে মনে হয় না৷ আর তখন বিএনপি স্বাভাবিক কারণেই আন্দোলনের দিকেই থাকবে৷ অন্যদিকে আওয়ামী লীগ তাদের সর্বদলীয় মন্ত্রিসভাকে সর্বদলীয় করতে আরো কিছু উদ্যোগ নিতে পারে৷ সেক্ষেত্রে বিএনএফ-এ কোনো বিএনপি নেতার যোগ দিয়ে সর্বদলীয় সরকারের মন্ত্রীত্ব গ্রহণের আহ্বান থাকতে পারে আওয়ামী লীগের দিক থেকে৷
তাহলে শেষ পর্যন্ত নির্বাচনের কি হবে? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, নির্বাচন হলে তা হয়তো বিএনপিকে বাদ দিয়েই হবে৷ অথবা অন্তর্বর্তী সর্বদলীয় সরকারের মেয়াদ দীর্ঘ সময়েরও হতে পারে৷