1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রবীন্দ্রনাথের কবিত্ব নদীমাতৃক’

২৭ ডিসেম্বর ২০১১

কারো কারো মতে রবীন্দ্রনাথ মূলত ‘বর্ষা এবং নদীর কবি’৷ তাঁর অধিকাংশ কবিতা, গান ও ছোট গল্পে নদীর কথা ছাড়াও উপমা ও চিত্রকল্প হিসেবে এসেছে নদীসম্পর্কিত বিষয়াবলি৷ যেমন খেয়া, ঘাট, মাঝি, শেষপারানির কড়ি, তরী, তরঙ্গ, তরনী আর জল৷

https://p.dw.com/p/13Zd2
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর’এর হাতে লেখা একটি চিঠিছবি: Hasibur Rahman

নদীকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জলের রানী৷ গান লিখেছেন ‘ওগো জলের রানী'৷ ১৮৯১ থেকে ১৯০১, বয়সের ত্রিশ থেকে চল্লিশ - এই দশটি বছর প্রায় একনাগাড়ে রবীন্দ্রনাথ থেকেছেন জলময় মধ্যবঙ্গে পিতার নির্দেশে জমিদারি দেখাশোনার কাজে৷ অর্থাৎ শিলাইদহ, সাজাদপুর (শাহজাদপুর) আর পতিসরে৷ এ সময়টা কেটেছে তাঁর নদীতে, খালেবিলে৷ আজ শিলাইদহ, কাল সাজাদপুর, পরশু পতিসর - এমনি করে৷

এই তিন জায়গায় আবাস হিসেবে ছিল তাঁর বিশাল বিশাল কুঠিবাড়ি৷ তবে যতোদিন তিনি কুঠিবাড়িতে থেকেছেন তার চেয়ে সম্ভবত বেশী থেকেছেন নদীতে ভাসন্ত তাঁর প্রিয় বজরা বা বোট ‘পদ্মা'য়৷ ‘চিত্রা' নামে তাঁর আরেকটি বোটও ছিল৷ সেটি আকারে ছোট৷ রবীন্দ্রনাথ এই বোটটির উল্লেখ করেননি৷ ‘চিত্রা'ও একটি নদীর নাম৷

জমিদারির এই এলাকার মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম ছিলো নদীপথ৷ এই সূত্রেই নদীর সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম ঘনিষ্ঠ পরিচয়৷ এই অঞ্চলের নদী ও মানুষ তাঁর অভিজ্ঞতা, উপলব্ধি ও চিন্তাচেতনাকে গভীরভাবে আলোড়িত ও আচ্ছন্ন করেছিল৷

শিলাইদহে বাস এবং সাজাদপুর ও পতিসরে যাতায়াতের সময়গুলিতে রচিত হয় তাঁর সোনার তরী, চিত্রা, চৈতালি, কণিকা, ক্ষণিকা, কল্পনা, কথা, নৈবেদ্য, চিত্রাঙ্গদা, মালিনী, গান্ধারীর আবেদন, বিদায় অভিশাপ, কর্ণ-কুন্তী সংবাদ এবং এছাড়াও গল্পগুচ্ছের অনেকগুলি গল্প এবং ছিন্নপত্রের পত্রগুচ্ছ৷ এই সব রচনার মধ্যে কোনো না কোনো ভাবে চলে এসেছে নদী প্রসঙ্গ৷ ছিন্নপত্রতো প্রায় নদীরই আখ্যান৷

রবীন্দ্রনাথের রচনায়, চিঠিপত্রে যে সব নদী রয়েছে সেগুলো হলো পদ্মা, যমুনা, গোরাই (গড়াই), ইছামতী, বড়ল (বড়াল), নাগর, বলেশ্বরী, আত্রাই, হুড়োসাগর ইত্যাদি৷ শিলাইদহ থেকে সাজাদপুর ও পতিসরের যাত্রাপথের বর্ণনায় তিনি লিখেছেন, ‘বোট ভাসিয়ে চলে যেতুম পদ্মা থেকে কোলের ইছামতীতে, ইছামতী থেকে বড়লে, হুড়ো সাগরে, চলনবিলে, আত্রাইয়ে, নাগর নদীতে, যমুনা পেরিয়ে সাজাদপুরের খাল বেয়ে সাজাদপুরে'৷

সাজাদপুর ছিল করতোয়া নদীর এক খালের পাড়ে৷ রবীন্দ্রনাথ এই খালের নাম বলেননি৷ তাঁর জমিদারির আর এক ছোট্ট মহাল ছিল কুষ্টিয়া জেলার পাণ্টিতে৷ যেতে হতো গোরাই বা গড়াই নদী থেকে ডাকুয়া খাল হয়ে৷ শিলাইদহ যেতে হতো কুষ্টিয়া স্টেশনে নেমে গড়াই নদীতে বজরা বা নৌকায়৷ শিলাইদহের উত্তরে পদ্মা, পশ্চিম-দক্ষিণে গড়াই৷ পতিসরের নীচে ছিলো নাগর নদী৷

রবীন্দ্রনাথ অবশ্য তাঁর রচনায় সব নদীর নাম উল্লেখ করেননি৷ তাঁর রচনায় রয়েছে নানান অনামা নদী৷ এইসব নদীকে তিনি নানাভাবে দেখেছেন, উপলব্ধি করেছেন৷ কিছু আছে নদীর নিছক চিত্র৷ যেমন, সহজ পাঠের ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে' অথবা, ক্ষণিকা কাব্যের ‘কূলে' কবিতায় ‘আমাদের এই নদীর কূলে/নাই কো স্নানের ঘাট/ধু ধু করে মাঠ'৷ অনামা এই সব নদী অধিকাংশ ক্ষেত্রেই মিশে গেছে জীবনের টুকরো টুকরো অনুষঙ্গের মধ্যে তাদের বিচিত্র গতিধারা নিয়ে৷ নদী সেখানে কেবল নদী মাত্র নয়৷ নদী সেখানে জীবনের উপমা, চিত্তের প্রতীক৷ তাঁর নাতিদীর্ঘ ‘নদী' কাব্যে নদী আর মানুষের ইতিহাস মিলেমিশে একাকার হয়ে গেছে৷

রবীন্দ্রনাথের চিত্তকে অধিকার করেছিলো পদ্মা নদী৷ পদ্মার নদীর বিচিত্র চরিত্র ও বিচিত্র প্রবাহ তাঁর রচনায় বিভিন্নভাবে এসেছে৷ স্বীকার করেছেন ‘বাস্তবিক, পদ্মা নদীকে আমি ভালবাসি;...আমি যখন শিলাইদহ বোটে থাকি, তখন পদ্মা আমার কাছে স্বতন্ত্র মানুষের মতো'৷ ‘পদ্মা' কবিতায় লিখেছেন, ‘হে পদ্মা আমার/তোমায় আমায় দেখা শত শত বার'৷

ইছামতীর প্রতিও তাঁর খানিকটা পক্ষপাত ছিল৷ তাঁর অনেক কবিতায় ইছামতীর প্রসঙ্গে এসেছে৷ চৈতালি কাব্যের ‘ইছামতী নদী'তে লিখেছেন, ‘অয়ি তন্বী ইছামতী, তব তীরে তীরে/শান্তি চিরকাল থাক কুটিরে কুটিরে/শস্যে পূর্ণ হোক তব তটদেশ'৷

জমিদারি শেষ হয়ে যাওয়ার পর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে স্থায়ীভাবে বাস শুরু করেন৷ এতোকাল তাঁকে আচ্ছন্ন করে রেখেছিল পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের নদী৷ বাংলাদেশের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়ে গেলেও নদীর সঙ্গে সম্পর্ক শেষ হলো না৷ এবার তাঁর জীবনে এলো পশ্চিমবঙ্গের নদী খোয়াই, কোপাই, ময়ুরাক্ষী, কালিন্দী, রূপনারায়ণ প্রভৃতি৷

কবিতা লিখলেন খোয়াইকে নিয়ে৷ ময়ুরাক্ষী সম্পর্কে লিখলেন, ‘ময়ুরাক্ষী দেখিও নি কোনো দিন'৷ কোপাই নদী নিয়ে কবিতায় স্মরণ করলেন তাঁর ফেলে আসা পদ্মা নদীকে, ‘পদ্মা কোথায় চলেছে দূর আকাশের তলায়/মনে মনে দেখি তাকে'৷ এই কবিতায় জানিয়ে দিলেন ‘এখানে আমার প্রতিবেশিনী কোপাই নদী'৷ ‘প্রান্তিক'-এ লিখলেন, ‘দেখিলাম অবসন্ন চেতনার গোধূলি বেলায়/ দেহ মোর ভেসে যায় কালো কালিন্দীর স্রোত বাহি'৷ মৃত্যুর দেড় মাস আগে লিখলেন, ‘রূপনারানের কূলে/জেগে উঠিলাম/জানিলাম এ জগৎ/স্বপ্ন নয়'৷

সরাসরি যোগাযোগ ছিলো না তাঁর এমন নদীর নামও পাওয়া যায় দু'একটি কবিতায়৷ যেমন, ‘ছল ছল করে গ্রাম, চুর্ণি নদী তীরে'৷ আরেকটি নদী ধলেশ্বরী এসেছে পুনশ্চ কাব্যের ‘বাঁশি'তে, ‘ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম'৷ বাংলাদেশের বাইরের একটি নদীও আসে বলাকা কাব্যের ‘বলাকা' কবিতায়, ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোত খানি বাঁকা '৷

রবীন্দ্রনাথ নদীকে দেখেছিলেন নদীর তীরের মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে মিলিয়ে৷ এই দেখার মধ্য দিয়ে তিনি পৌঁছেছিলেন মাটির কাছাকাছি৷

প্রতিবেদন: ফরহাদ খান

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য