1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'বাংলাদেশের পুলিশ এখন নৈতিক পুলিশের দিকে যাচ্ছে'

১৭ মার্চ ২০২৩

বাংলাদেশের পুলিশ ধীরে ধীরে নৈতিকতা পুলিশের দিকেই যাচ্ছে বলে মনে করেন ঢাকা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। দুবাইয়ে সোনার দোকান উদ্বোধনে সাকিব আল হাসানের যোগ দেয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।

https://p.dw.com/p/4OrSO
DW l KMAsks149: Khaled Muhiuddin fragt 149l Screenshot, TV Still
ছবি: DW

ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক ইউটিউব টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' এর এবারের পর্বে আলোচনার বিষয় ছিল: সাকিব, পুলিশ ও আয়নাবাজি৷

অনুষ্ঠানটিতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক মাসুদ কামাল৷

এর আগে গণমাধ্যমে মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, দুবাইয়ের সেই সোনার দোকানের মালিক আরাভ খান আসলে বাংলাদেশে পুলিশ সদস্য হত্যা মামলার অভিযুক্ত আসামি, এই কথা সাকিবসহ অন্যান্য স্টারদের অবগত করার পরও তারা সেখানে গিয়েছেন

এই প্রসঙ্গে ডয়চে ভেলে বাংলার প্রধান খালেদ মুহিউদ্দীন মোহাম্মদ হারুন অর রশীদকে জিজ্ঞেস করেন, কিভাবে এই বিষয়টি সাকিবদের জানানো হয়েছে। উত্তরে মোহাম্মদ হারুন অর রশীদ জানান, তিনি নিজে বা কোনো পুলিশ কর্মকর্তা সাকিবকে সরাসরি এ বিষয়টি জানাননি। তবে সাকিবের প্রিয়জনদের মাধ্যমে তাকে এ বিষয়টি অবগত করা হয়েছে।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ''আমি সোর্সের মাধ্যমে তাকে (সাকিবকে) জানিয়েছি। তারপরও সে গিয়েছে। আমি সেটাতে বলছি, সে যে গিয়েছে সেটাকে আমরা এক ধরনের নৈতিকতার অপরাধ বলে মনে করছি। পেনাল কোডে একটা বিষয় আছে। আসলে কেউ একজনকে (অপরাধীকে) টাকা দিয়ে সহায়তা করে, কেউ তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে সহায়তা করে, কেউ তাকে নৈতিকতা দিয়ে প্রশ্রয় দিয়ে থাকে।''

এসময় খালেদ মুহিউদ্দীন তাকে প্রশ্ন করেন, ''পুলিশ কি তাহলে এখন মোরাল পুলিশ?''

উত্তরে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ''হ্যাঁ, আমি তো মনে করি বাংলাদেশ পুলিশ এখন অনেকটা নৈতিকতা পুলিশের দিকেই যাচ্ছে।''

দুবাইয়ের সোনার দোকানের ব্যবসায়ী আরাভ খান, যাকে হত্যা মামলার আসামি রবিউল ইসলাম বলে দাবি করছে পুলিশ। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের কথা জানান মোহাম্মদ হারুন অর রশীদ।

কিন্তু সাংবাদিক মাসুদ কামাল বলেন, আরাভ যেহেতু ভারতের পাসপোর্টধারী, তাকে ফেরত চাইলেও বাংলাদেশে ফেরত পাঠানো আইনগত প্রক্রিয়াতেই সম্ভব নয়।

সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ''সাকিব আইনগতভাবে কোনো অপরাধ করেনি। এই যে মুনিয়া হত্যা। তার আসামি তো আনভির। উনি তো এখনও আসামি, মামলা তো শেষ হয় নাই। তো উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বাইরে যায় নাই?''

তবে সাকিবকে অনেক তরুণ অনুসরণ করে, এজন্য এমন কাজ সাকিবের করা ঠিক হয়নি বলেও মনে করেন তিনি।

এডিকে/এআই