বাংলাদেশের নির্বাচন ঘিরে 'অপ্রচারে' উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
১৪ ডিসেম্বর ২০২৩বুধবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচারের এই গ্লোবাল ট্রেন্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন৷
ম্যাথু মিলার মনে করেন, ‘‘বাংলাদেশে যা হচ্ছে তা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারাকে বাধা দেয়া ও প্রভাবিত করার অংশ।'' তবে সেখানে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু বলা হয়নি৷
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এ বছরের শুরু থেকেই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলো৷ রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তবিহীন সংলাপের আহ্বানও ছিলো৷
২৫ সেপ্টেম্বর ২০২৩ ঢাকায় মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার কথা জানায়৷ ঠিক কতজন এই নিষেধাজ্ঞার মধ্যে আছেন সে সংখ্যাটি জানানো হয়নি। তবে ভবিষ্যতে কারও বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানের প্রমাণ পেলে তারাও এই ভিসা নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত হবেন বলে জানানো হয়েছিল৷
১৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শ্রম আইনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে যারা শ্রমিক অধিকার হরণ করবে তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে৷ আশঙ্কা করা হচ্ছে সেই নিষেধাজ্ঞায় রোল মডেল হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হতে পারে৷
বাংলাদেশ সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা বাংলাদেশে নিষেধাজ্ঞা দেয়া মতো পরিস্থিতি ও সম্ভাবনা নেই বললেও সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেও উঠে এসেছে নির্বাচনকে ঘিরে পরবর্তীতে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার আশঙ্কার কথা৷
এসএইচ/এডিকে