1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের নির্বাচন ঘিরে 'অপ্রচারে' উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

১৪ ডিসেম্বর ২০২৩

নির্বাচনকে ঘিরে বাংলাদেশে ‘ডিপফেইক' এবং ‘ডিসইনফরমেশন' ছড়ানোর ঘটনা যুক্তরাষ্ট্রের নজরে এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার৷

https://p.dw.com/p/4aA8U
ওযাশিংটনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (ফাইল ফটো)
ওযাশিংটনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (ফাইল ফটো)ছবি: Alastair Pike/AFP/Getty Images

বুধবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচারের এই গ্লোবাল ট্রেন্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন৷

ম্যাথু মিলার মনে করেন, ‘‘বাংলাদেশে যা হচ্ছে তা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারাকে বাধা দেয়া ও প্রভাবিত করার অংশ।'' তবে সেখানে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু বলা হয়নি৷

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এ বছরের শুরু থেকেই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলো৷ রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তবিহীন সংলাপের আহ্বানও ছিলো৷  

২৫ সেপ্টেম্বর ২০২৩ ঢাকায় মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার কথা জানায়৷ ঠিক কতজন এই নিষেধাজ্ঞার মধ্যে আছেন সে সংখ্যাটি জানানো হয়নি। তবে  ভবিষ্যতে কারও বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানের প্রমাণ পেলে তারাও এই ভিসা নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত হবেন বলে জানানো হয়েছিল৷ 

১৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শ্রম আইনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে যারা শ্রমিক অধিকার হরণ করবে তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে৷ আশঙ্কা করা হচ্ছে সেই নিষেধাজ্ঞায় রোল মডেল হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হতে পারে৷ 

বাংলাদেশ সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা বাংলাদেশে নিষেধাজ্ঞা দেয়া মতো পরিস্থিতি ও সম্ভাবনা নেই বললেও সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেও উঠে এসেছে নির্বাচনকে ঘিরে পরবর্তীতে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার আশঙ্কার কথা৷

এসএইচ/এডিকে