1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে হঠাৎ করে কমে এসেছে ‘রেমিটেন্স'

৫ অক্টোবর ২০১১

প্রবাসী কল্যাণ সচিব ডয়চে ভেলেকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারে বাংলাদেশ তার অবস্থান ধরে রাখতে পারছেনা৷ কারণ, সেখানে তাদের নাগরিকদেরই এখন কাজ প্রয়োজন৷ অর্থনীতিবিদরা এজন্য বিকল্প বাজারের কথা বলেছেন৷

https://p.dw.com/p/12laQ
লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহের সময় অনেক বাংলাদেশি কর্মীকে দেশ ছাড়তে হয়েছিলছবি: dapd

সেপ্টেম্বরের আগের ৬ মাসে বাংলাদেশে গড়ে রেমিটেন্সের প্রবাহ ছিল হাজার মিলিয়ন ডলারের বেশি৷ আগস্ট মাসেও রেমিটেন্স এসেছে ১ হাজার ১০১ মিলিয়ন মার্কিন ডলার৷ আর তা সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ৮৪৩ মিলিয়ন মার্কিন ডলার৷ প্রবাসী কল্যাণ সচিব সৈয়দ জাফর আহমেদ খান ডয়চে ভেলেকে জানান, বিদেশে বাংলাদেশের শ্রমশক্তির সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যে৷ শুধুমাত্র সৌদি আরবেই ২০ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করেন৷ কিন্তু সেই বাজার আর ধরে রাখা যাচ্ছেনা৷ কারণ, সৌদি আরবই এখন তাদের বেকার নাগরিকদের কাজে নিযুক্ত করছে৷ আর সেখানে মেয়াদ শেষ হওয়ার পরও, অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা সমস্যার সৃষ্টি করছে৷ তাই তিনি তাদের দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছেন৷

Tunesien Libyen Flüchtlinge aus Bangladesch an der Grenze Reisepass
মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছেছবি: dapd

অর্থনীতিবিদ ড. এ কে এস মুরশিদ এই পরিস্থিতিতে বিকল্প বাজারের কথা বলেছেন৷ তিনি মনে করেন, বিকল্প বাজার সৃষ্টির জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করা না গেলে সংকট আরো বাড়বে৷

জবাবে প্রবাসী কল্যাণ সচিব সৈয়দ জাফর আহমেদ খান বলেন, ইতিমধ্যেই বিকল্প বাজারে বাংলাদেশের জনশক্তি পাঠানো শুরু হয়েছে৷ তিনি জানান, ইউরোপ ও পূর্ব ইউরোপে যাচ্ছে বাংলাদেশের শ্রমিক৷ জাফর আহমেদ খান জানান, বিকল্প বাজারের জন্য বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো কাজ করছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান