‘সবসময় ক্ষমতাসীন দলের লোকরাই ফেডারেশন চালান’
১৯ মে ২০২৩সেই খেলাগুলোর সার্বিক অবস্থা নিয়েই কথা বলেছেন ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)-র সভাপতি সনৎ বাবলা৷
ডয়চে ভেলে: বাংলাদেশে ৪৬ টির মতো ক্রীড়া ফেডারেশন আছে৷ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন নিয়ে নানা কথা আছে৷ সার্বিকভাবে ক্রীড়া ফেডারেশনগুলোর অবস্থা কী?
সনৎ বাবলা: ক্রিকেট বলেন, ফুটবল বলেন সবগুলো খেলা অর্থনৈতিকভাবে একই অবস্থায় নেই৷ ক্রিকেট বোর্ড হলো বাংলাদেশের সবচেয়ে ধনী ফেডারেশন৷ ৯০০ কোটি বা তার চেয়েও বেশি টাকা আছে তাদের৷ অনেক টাকা থাকলে প্রশ্ন ওঠে টাকার অপব্যবহার হচ্ছে কিনা বা ঠিকমত ব্যবহার হচ্ছে কিনা৷ মাঠের খেলাটা যখন ভালো হয়৷ ক্রিকেট ভালো করছে৷ তখন ক্রিকেট বোর্ডের আর্থিক বিষয়গুলো চাপা পড়ে যায়৷ আমরা দূর থেকে দেখি৷
এখানে নির্বাচন নিয়ে তো প্রশ্ন আছে৷ একই ব্যক্তি বার বার শীর্ষ পদে থাকেন৷ এমন কেন হয়?
বাংলাদেশের পরিস্থিতি হলো যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোকজনই ক্রিকেট বোর্ড বলেন অন্যান্য ফেডারেশন বলেন, তার প্রধান বা নিয়ন্ত্রক থাকেন৷ নির্বাচন হয়, কিন্তু সেই নির্বাচন নিয়েও নানা প্রশ্ন থাকে৷ তবে ভিন্ন ধারার পেশাদার কিছু লোকজনও থাকেন৷ বিএনপির আমলে যারা ছিলেন তাদেরও পেশাদার কেউ কেউ আছেন৷ এখানে একটা ব্যালেন্স করা হয়৷
কিন্তু যিনি খেলা জানেন না, যিনি পেশাদার নন ,তাকে কেন বছরের পর বছর বোর্ডে থাকতে হবে? এতে কি ক্রিকেটের লাভ হয়, না তার ব্যক্তিগত লাভ?
তাদের ব্যক্তিগত লাভ তো আছেই৷ ক্রিকেট বোর্ডে থাকা আমাদের এখানে একটা স্ট্যাটাস সিম্বল৷ আবার বিদেশ সফর করতে পারেন বোর্ডের পয়সায়৷ বিভিন্ন সাব কমিটি আছে৷ সেখানে নানা ধরনের ক্রয় আছে৷ নিশ্চিতভাবে এখানে লাভ আছে৷ কিন্তু কত টাকা লাভ হয় তা আমি বলতে পারবো না৷
ফুটবল ফেডারেশন তো এখন আলোচনায়৷ তাদের কী অবস্থা?
ফুটবল ফেডারেশন বছরে ২৫ কোটি টাকা পায় ফিফার কাছ থেকে৷ এরপর স্পন্সরদের অর্থ আছে৷ ফিফার টাকা তাদের নিয়ম মেনে কোয়লিটি রক্ষা করে খরচ করতে হয়৷
দুর্নীতির অভিযোগে ফেডারেশনের সাধারণ সম্পাদককে ফিফা ধরলো৷ কিন্তু তার আগে কি ফেডারেশন ধরতে পারতো না? আরো তো লোক আছে-
অবশ্যই তারা ধরতে পরতো৷ ধরা তাদের দায়িত্ব৷ কারণ, ফিফা তো কোনো ব্যক্তিকে নয়, ফেডারেনশনকে টাকা দেয়৷ এখানে নানা ছলচাতুরি আছে৷ কাজ পাওয়ার জন্য এদের ভেতরেই একই ব্যক্তি বা গ্রুপ ভিন্ন তিনটি নামে তিনটি দরপত্র দাখিল করে৷ তিনটি দরপত্রের লেখাও এক৷ ফিফা তিন বছর ধরে তদন্ত করে নিশ্চিত হয়েছে এখানে দুর্নীতি হয়, প্রতারণা হয়৷
এই দুর্নীতি কি সাধারণ সম্পাদক একা করেছেন? এটা তো একটা বোর্ড৷ আর কারো দায়দায়িত্ব নেই? এটা কি ফেডারেশন তদন্ত করবে না?
ফিফা যখন নির্বাহী প্রধানকে ব্যান করে তখন ফেডারেশনের প্রধান বা সভাপতির ওপরই দায়িত্ব বর্তায়৷ আর ফেডারেশন হলো সভাপতি-শাসিত৷
তাহলে সভাপতি এখনো তার পদে আছেন কীভাবে?
উনি স্টেপ ডাউন করতে পারতেন৷ তার পদত্যাগ করা উচিৎ ছিল৷ তিনি বাংলাদেশের কালচারের কারণে হয়তো করেননি৷ পুরো নির্বাহী কমিটিরই দায়িত্ব আছে৷ সবার অজান্তে এটা হতে পারে না৷
এখন যে তদন্ত কমিাট কাজ করছে তার মধ্যেও তো এই দুর্নীতিতে জড়িতদের কেউ থাকতে পারেন৷ তাহলে কী তদন্ত হবে? একটি স্বাধীন তদন্ত কমিশন হওয়ার কি প্রয়োজন আছে?
অবশ্যই একটি স্বাধীন তদন্ত কমিটি হওয়া দরকার৷ সাধারণ সম্পাদককে ব্যান করার আগে ফিফা চারজনকে শোকজ করেছিল৷ বাকি তিনজনকেও তদন্তের আওতায় আনা প্রয়োজন৷ এখানে আরেকটি বিষয় আছে৷ এর দায় ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যানের ওপরও পড়ে৷ কারণ, ন্যাশনাল টিমের জন্য নানা কেনাকাটা, তাদের বিদেশ সফরের জন্য ব্যয় সবই তার অনুমোদন করতে হয়৷ ফিফার তদন্তে এই বিষয়গুলো উঠে এসেছে৷ কিন্তু সেই ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যানকেই আবার ফেডারেশনের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে৷
তাহলে আমাদের ফুটবলের কী হচ্ছে? সালাউদ্দিন সাহেব বিশ্বকাপ খেলার কথা বলেছিলেন৷ আবার নারী টিমের সদস্যরা টাকার অভাবে মিয়ানমারে যেতে পারেন না৷ তাহলে হচ্ছেটা কী?
ফুটবলে টাকার সমস্যা না৷ সমস্যা সুশাসন এবং সঠিক পরিকল্পনার৷ ঢাকা শহরের লোক কিন্তু ফুটবল খেলে না৷ ফুটবল খেলে ঢাকার বাইরের লোক৷ জেলা-উপজেলায়৷ কিন্তু সেখানে কোনো খেলা চালু করতে পারেনি ফেডরেশন৷ কিন্তু কাজী সালাহউদ্দিন বলেছিলেন তিনি নির্বাচিত হওয়ার পরের দিনই এটা করবেন৷
এইসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ফেডারেশনের বাইরে কেউ নেই ব্যবস্থা নেয়ার?
ক্রীড়া মন্ত্রণালয় আছে৷ তারা সরকারের উপর মহলকে জানায়৷ কিন্তু ফিফা চায় ফুটবল স্বাধীনভাবে চলবে, সরকার হস্তক্ষেপ করবে না৷ এই কারণে একবার ফেডারেশনকে ফিফা ব্যান করেছিল৷ তবে ফিফার টাকার বাইরেও টাকা আছে৷ স্পন্সরদের টাকা আছে ৷ সেটা মন্ত্রণালয় দেখতে পারে৷
হকি ফেডারেশন নিয়েও বিতর্ক হয়েছে৷ একজন পলাতক আসামি ফিরে এসে ফেডারেশনে যোগ দিয়েছেন৷
হ্যাঁ৷ তিনি পলাতক ছিলেন, তবে কনভিক্টেড নন৷ ফলে আইনগত বাধা না থকায় তিনি আবার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন৷ বিমান বাহিনি প্রধান এই ফেডারেশনের সভাপতি৷
বাংলাদেশে আরো অনেক ফেডারেশন আছে যেগুলোতে বিভিন্ন সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের প্রধান পদাধিকার বলে প্রধান হন৷ এটা কীভাবে হয়?
এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে৷ একটা রেওয়াজে পরিণত হয়েছে৷ তবে আমি মনে করি যারা সংগঠক, যারা পেশাদার, তাদের এখানে থাকা উচিত৷
কিছু ছোট ছোট ফেডারেশন আছে যেখানে এমন অনেক লোক দেখা যায় যারা ওই সব খেলার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন৷ তারা আবার বিদেশ সফরেও যান৷
এরকম হয়৷ বাংলাদেশে আসলে ফেডারেশনগুলো চলছে পরিকল্পনা আর লক্ষ্য ছাড়াই৷ আবার যারা ভালো করছে তাদের জন্য কিছু নাই৷ যেমন ভারোত্তোলন ফেডারেশন৷ তারা ভালো করছে৷ তারা আন্তর্জাতিক পর্যায়ে পদক পাচ্ছে৷ এরকম আরো কয়েকটি ফেডারেশন আছে৷ কিন্তু তাদের কোনো সুনির্দিষ্ট ভেন্যু নেই৷ ভেন্যু পেতে তাদের রীতিমতো মারামারি করতে হয়৷ আমার মনে হয় সূচক নির্ধারণ করে দেয়া উচিত, সেই সূচকের ভিত্তিতে সুবিধা দেয়া উচিত৷
ফেডারেশনগুলোতে অনেক অপেশাদার লোক আছে৷ তারা কী করে আসলে?
বছরে কিছু বাজেট পায়, কিছু স্পন্সর জোগাড় করে, কিছু বিদেশ সফর হয়-এই যা৷ অধিকাংশ ফেডারেশনেই খেলার কিছু হয় না৷
সাংবাদিকদেরও অনেক ফেডারেশনের সদস্য হতে দেখা যায়? তারা কি সবাই পেশাদার?
পেশাদার আছেন কেউ কেউ৷ ভালো সংগঠকও আছেন৷ তবে কেউ কেউ আছেন নানা ধরনের সুসম্পর্ক থাকার কারণে ফেডারেশনের সদস্য হন৷