বাংলাদেশে ভয়াবহ শীত
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা তীব্র শৈত্য প্রবাহের কারণে সারাদেশ জুড়ে চলছে ভয়াবহ শীত৷ দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রাও নেমেছে৷ তীব্র শীতে স্থবির মানুষের জীবনযাত্রার কিছু চিত্র দেখুন ছবিঘরে৷
তীব্র শীত
গত কয়েক দিন ধরে ভয়াবহ শীতের কবলে পড়েছে বাংলাদেশ৷ বাংলাদেশের মানুষ গত কয়েক বছরে এত শীতের মুখোমুখি হননি কখনো৷
রেকর্ড ভঙ্গ
পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা এ যাবত কালে দেশের সব রেকর্ড ভেঙে নেমে এসেছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে৷ এর আগে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস৷ এছাড়া ২০১৩ সালের ১১ জানুয়ারি সৈয়দপুরে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল৷
ঢাকায়ও কম নয়
ঢাকার গত কয়েক বছরে এত বেশি শীতের দেখা পাওয়া যায়নি৷ সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস৷
টানা পাঁচ দিনের শৈত্যপ্রবাহ
বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই টানা পাঁচ দিন দিন ধরে চলছে শৈত্য প্রবাহ৷ এতে দেশের উত্তরাঞ্চলের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে৷
শীতের কষ্ট
দেশজুড়ে হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষেরা৷
হাসপাতালে ভিড়
শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধদের ভিড় বেড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন হাসপাতালে৷ নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ও পাবনা সদর হাসপাতালে দুই শতাধিক শিশু ভর্তি হয়েছে নিউমোনিয়া, ব্রঙ্ককাইটিস ও কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে৷
চলবে সপ্তাহজুড়ে
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেছেন, এ সপ্তাহের শেষ দিকে রাতের তাপমাত্রা বাড়বে, তখন শীতের প্রকোপ কিছুটা কমে আসতে পারে৷
গবাদি পশু
দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতার কারণে দুর্ভোগে পড়েছে গবাদি পশুরাও৷