বাংলাদেশে বেতন বৃদ্ধির আন্দোলনে আরও এক পোশাক শ্রমিকের মৃত্যু
১২ নভেম্বর ২০২৩বাংলাদেশে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে৷ বেশ কয়েক হাজর পোশাক শ্রমিক তাদের নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন৷ তাদের দাবিকৃত এই মজুরি পাঁচ বছর আগের ন্যূনতম বেতনের তুলনায় প্রায় তিনগুণ বেশি৷ আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে বেশ কয়েকবার পুলিশের সংঘর্ষ ঘটেছে৷ কিছু পোশাক কারখানাতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে৷
বাংলাদেশের বাৎসরিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি বাণিজ্যের ৮৫ শতাংশই দেশটির সাড়ে তিন হাজারের মতো পোশাক কারখানার উপর নির্ভরশীল৷ লিভাইস, জারা এবং এইচ এন্ড এমের মতো বিশ্বখ্যাত ব্রান্ডের পোশাক বাংলাদেশে তৈরি হয়৷
তবে, এই খাতে কর্মরত চল্লিশ লাখের মতো পোশাক শ্রমিকদের অবস্থা বেশ শোচনীয়৷ তাদের অধিকাংশ নারী এবং তাদের নূন্যতম বেতন এখন অবধি মাসে ৮,৩০০ টাকা৷
সরকারের নিয়োগ করা মজুরি বোর্ড গত মঙ্গলবার পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৬৫ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দেয়৷ ডিসেম্বর মাস থেকে নতুন এই বেতন কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি মাস থেকে নতুন ঘোষণা করা এই মজুরি পাবেন৷
তবে পোশাক শ্রমিকরা সরকারের বাড়ানো বেতনে সন্তুষ্ট নন৷ বরং নতুন মজুরি কাঠামো ঘোষণার দেয়ার পর থেকে ২৩ হাজার টাকা সর্বনিম্ন বেতনের দাবিতে তাদের আন্দোলন পুনরায় গতি পেয়েছে৷ মুদ্রাস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য বেশ বেড়ে যাওয়ায় এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় শ্রমিকরা আগের তুলনায় প্রায় তিনগুণ বেশি বেতন চাচ্ছেন৷
পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ঢাকার অদূরে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত ৪২ বছর বয়সি পোশাক শ্রমিক জালাল উদ্দিন শনিবার মারা গেছেন৷
পোশাক শ্রমিকদের আন্দোলনে উদ্দিনসহ এখন পর্যন্ত চার জন নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে পুলিশ৷
‘‘তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন৷ কয়েকদিন আগে প্রতিবাদ কর্মসূচি চলাকালে তিনি আহত হন,'' ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া৷
পেটে শটগানের গুলি লাগার পর চিকিৎসার জন্য উদ্দিনকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছিল বলে সাংবাদিকদের জানিয়েছিলেন তার আত্মীয় রিয়াজুল করিম৷
পুলিশ জানিয়েছে, রোববার সকালে ঢাকার মিরপুরে অন্তত নয়টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হলে দশ হাজারের বেশি পোশাক কর্মী বাইরে বেরিয়ে আসেন৷
‘‘ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পাঁচশর মতো কর্মী একটি রাস্তা বন্ধ করার চেষ্টা করেন৷ তবে সেখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি,'' এএফপিকে বলেন পুলিশ পরিদর্শক মাসুদ সরকার৷
শ্রমিক ইউনিয়নগুলো অভিযোগ করেছে যে সরকার প্রতিবাদকারীদের উপর দমনপীড়ন চালাচ্ছে এবং তৃণমূল পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে৷
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আশুলিয়া এবং গাজীপুর শিল্প এলাকায় ১৫০টির মতো কারখানা বন্ধ রাখা হয়েছে৷ কারণ পোশাক উৎপাদকরা সপ্তাহের শুরুতে আরো ধর্মঘটের আশঙ্কা করছেন৷
এদিকে, গাজিপুরে পোশাক কারখানায় হামলার অভিযোগে অজ্ঞাতপরিচয়ের ১১ হাজার মানুষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ৷
বাংলাদেশ পুলিশ প্রায়ই হাজার হাজার অজ্ঞাত পরিচয়ের মানুষের বিরুদ্ধে অভিযোগ আনে৷ বড় ধরনের প্রতিবাদ বা রাজনৈতিক সহিংসতার পর আনা এসব অভিযোগে সুনির্দিষ্ট কারো নাম থাকে না৷ সমালোচকরা এটিকে পুলিশের এক ধরনের কৌশল মনে করেন যেটা ব্যবহার করে ভিন্নমতাবলম্বীদের উপর দমনপীড়ন চালানো হয়৷
ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স ফাউন্ডেশনের আমিরুল হক আমিন জানিয়েছেন যে অনেক প্রতিবাদকারী আত্মগোপনে চলে গেছেন৷
শ্রমিকদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে কয়েকজন আয়োজকসহ অন্তত ১২২ ব্যক্তিকে গাজিপুরে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র ইব্রাহিম খান৷
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের বেতন সরকারের ঘোষিত ১২ হাজার ৫০০ টাকার চেয়ে আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন৷ সহিংস প্রতিবাদে অংশ নেয়া শ্রমিকেরা চাকুরি হারাতে পারেন বলেও সতর্ক করেছেন তিনি৷ তা সত্ত্বেও বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছে শ্রমিক ইউনিয়নগুলো৷
এআই/আরআর (এএফপি, এপি)