1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের ক্ষণ গণনা শুরু

১১ নভেম্বর ২০১০

ঢাকা ও চট্টগ্রামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ১২টা এক মিনিটে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ১০০ দিনের ক্ষণ গণনা৷ ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ক্ষণ গণনার আনুষ্ঠানিক সূচনা করেন ডেপুটি স্পিকার এম শওকত আলী৷

https://p.dw.com/p/Q5fS
ক্ষণ গণনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলিছবি: AP

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি৷ বিশ্বকাপের আয়োজক কমিটির আমন্ত্রণে সৌরভ গাঙ্গুলি ঢাকায় আসেন৷ ঘড়িতে রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বহু রঙের আতশবাজির ঝলকানি৷ রঙিন হয়ে ওঠে রাতের ঢাকার আকাশ৷ হাজারো ক্রিকেটপ্রেমী অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন৷

আর মাত্র ১০০ দিন পরেই ঢাকায় শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা বিশ্বকাপ৷ ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হবে৷ বাংলাদেশ ছাড়াও এই দশম বিশ্বকাপের আয়োজক দেশ ভারত এবং শ্রীলংকা৷ বিশ্বকাপের মোট ৪৯টি ম্যাচের মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ৷ সেই উৎসবের রঙ যেন বুধবার মধ্যরাত থেকেই ছড়াতে শুরু করলো৷

অন্যদিকে চট্টগ্রামেও শুরু হয়েছে আইসিসি বিশ্বকাপ ২০১১ এর একশ' দিনের ক্ষণ গণনা৷ রাত ১২টা এক মিনিটে বাণিজ্য নগরীর এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে বিশ্বকাপের মাস্কট উদ্বোধনের মধ্য দিয়ে এই ক্ষণ গণনা শুরু হয়৷ চট্টগ্রামে বিশ্বকাপের দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে৷ বিশ্বকাপ ক্রিকেটের মাস্কটের উদ্বোধনের সময় জমকালো আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে ক্ষণ গণনা শুরু হয়৷ এই উপলক্ষ্যে শহরটির স্টেডিয়াম এলাকায় আলোকসজ্জাও করা হয়েছে৷

ঢাকাসহ সারা দেশে বিশ্বকাপের প্রচারণায় থাকবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, পোস্টার আর কাটআউট৷ তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরামর্শ অনুযায়ী প্রচারণার অংশ হিসেবে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে মিনি বিশ্বকাপ৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য