বাংলাদেশে বার্সেলোনাকে দেখার অপেক্ষা
৩১ জানুয়ারি ২০১৩বুধবার ছিল ‘এল ক্লাসিকো', অর্থাৎ রেয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের দিন৷ এমন দিনে ফুটবলপাগল মানুষ অন্তত ওই ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার কথা কল্পনাই করতে পারেন না৷ কিন্তু বাংলাদেশের মানুষ সেটা পেরেছেন৷ বার্সেলোনার খেলা যাঁরা ভালোবাসেন তাঁরাও স্প্যানিশ কাপের সেমি ফাইনালের কয়েক ঘণ্টা আগে থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছেন বার্সেলোনার খেলা স্টেডিয়ামে বসে দেখার৷ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমনই এক প্রস্তাব পেয়েছে বার্সেলোনার কাছ থেকে৷ সুতরাং এ স্বপ্নও পূরণ হতেই পারে!
খবরটা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই, ১-১ গোলে ড্র হওয়া রেয়াল-বার্সা ম্যাচের দিনেই সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘বার্সেলোনার পক্ষ থেকে তাঁদের এজেন্ট ফোন করে আমাকে প্রস্তাব দিয়েছেন, জানিয়েছেন তাঁরা ঢাকায় খেলতে আগ্রহী৷ আগামী আগস্টে খেলতে চান তাঁরা, তবে তাঁদের নিয়ে আসতে ৩০ লক্ষ ইউরো লাগবে৷''
টাকার অঙ্কটা শুনে চমকে উঠলেন? মেসি, জাভি, ইনিয়েস্তাদের দল বার্সেলোনার জন্য এ আর এমন কী! বাফুফে সভাপতি সালাউদ্দিন অবশ্য এক্ষুনি চূড়ান্ত কথা বলতে রাজি নন৷ এত টাকা চাইলেই তো পাওয়া যায়না! এ টাকা জোগাড় করা যায় কিনা – সেটা দেখার জন্য সময় নেয়ার জন্যই হয়ত সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘কেবল তো প্রস্তাবটা পেলাম, এখনই হ্যাঁ বা না বলার অবস্থায় নেই, প্রথমে সব দিক বিচার-বিশ্লেষণ করে দেখি, তারপর বলবো৷''
এই নিয়ে দ্বিতীয় দফা বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন৷ ২০১১ সালে, যখন প্রথমবারের মতো দায়িত্বে, তখন তিনিই মেসির আর্জেন্টিনাকে ঢাকায় নিয়ে এসে চমকে দিয়েছিলেন৷ সে বছরের ৬ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিল আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ৷ সেই ম্যাচের অভিজ্ঞতা যে মেসিকে বাংলাদেশের ব্যাপারে একটু হলেও আগ্রহী করে রেখেছে তাতে কোনো সন্দেহ নেই৷ বহির্বিশ্বের কাছেও বাংলাদেশের দুয়ার খুলে দিয়েছিল সেই ম্যাচ৷ ফুটবলে অনেক পিছিয়ে থাকা একটি দেশের ব্যাপারে স্পেনের বার্সেলোনার আগ্রহী হয়ে ওঠার পেছনে সেসবের ভূমিকা থাকাই স্বাভাবিক৷
সে যা-ই হোক, এখন থেকেই শুরু হলো অপেক্ষা৷ বার্সাও এবার আসে কিনা, চারবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসিকে আবার বাংলাদেশ কাছে পায় কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা৷
এসিবি/ডিজি (এএফপি)