1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশে দুর্নীতি কমেনি, অবস্থা সত্যিই উদ্বেগজনক’

৬ ডিসেম্বর ২০১২

বছর শেষ হবার আগে আবার ট্রানস্পারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন৷ এ বছরও দেখা গেল দুর্নীতি কমার কোনো লক্ষণ নেই৷ সাংবাদিক সানাউল্লা লাভলুও ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন৷

https://p.dw.com/p/16wLA

জার্মানির বার্লিন ভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এবারের প্রতিবেদনে দেখা গেছে সবচেয়ে বেশি দুর্নীতি হয় যেসব দেশে, বাংলাদেশ এখন তাদের মধ্যে ১৩ নম্বরে৷ এক সময় এক নম্বরে ছিল – এ কথা ভাবলে অবস্থা আগের চেয়ে ভালো মনে হতেই পারে৷ তবে বাংলাদেশ ক্রমোন্নতির ধারায় আছে তা মোটেই বলা যাবে না৷ বরং নানা দিক বিশ্লেষণ করে অবস্থা গত বছরের তুলনায় একটু খারাপই বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ (টিআইবি)৷ বুধবার ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এই প্রতিবেদন নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলতে গিয়ে এবিসি রেডিয়োর প্রধান পরিচালনা কর্মকর্তা সানাউল্লা লাভলুও আশার কথা শোনাতে পারেননি৷

BM/061212/Interview with Sanaullah Lablu on Transparency International Report - MP3-Mono

পদ্মা সেতু নিয়ে তোলপাড়, রেল কর্মকর্তার ঘুষের টাকাসহ ধরা পড়া, সে ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগ, হলমার্ক কেলেঙ্কারি – এ সবের উল্লেখ করে তিনি বলেন, বরং জনগণের মধ্যে এ মুহূর্তে একটা ধারণা কাজ করছে যে, দেশে দুর্নীতি আবার বাড়ছে৷ তাঁর মতে, বড় উদ্বেগের বিষয় হলো, দুর্নীতি কমানোর উল্লেখযোগ্য কোনো উদ্যোগও সরকারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না৷

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ