1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ছুটি বাড়লো পয়লা বৈশাখ পর্যন্ত

৫ এপ্রিল ২০২০

বাংলাদেশে ১৩ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটির মেয়াদ বাড়ল৷ আর ১৪ এপ্রিল পয়লা বৈশাখ হওয়ায় সেদিন এমনিতেই বন্ধ থাকবে অফিস৷

https://p.dw.com/p/3aTWO
Bangladesh | Coronavirus | Dhaka | Lockdown
ছবি: DW/H. U. R. Swapan

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এই ছুটি বাড়ানোর আদেশ জারি করেছে৷ করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা এবং এর বিস্তার রোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা৷ 

এর আগে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ছিল৷ নতুন করে ১২ ও ১৩ এপ্রিল যুক্ত হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

তবে জরুরি পরিসেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদির ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না৷ আদেশে বলা হয়েছে, ‘‘কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে৷''

তবে জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা যাবে এবং প্রয়োজনে ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখা যাবে৷ যানবাহন চালুর ব্যাপারে পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসবে জানিয়ে আদেশে বলা হয়, ‘‘মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস সার্ভিস পর্যায়ক্রমে চালু করা হবে৷''

এছাড়া সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থাও চালু রাখা হতে পারে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে৷

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ পর্যন্ত তৃতীয়বার ছুটির ঘোষণা এল সরকারের তরফ থেকে৷ প্রথমবার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল, পরেরবার তা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত এবং রোববার তা ১৩ এপ্রিল পর্যন্ত করা হলো৷

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদও ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি৷

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে৷ এইচএসসি পরীক্ষা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না৷’’

ঢাকায় ঢোকা বের হওয়া বন্ধ

এদিকে, পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়েছে যে, জরুরি সেবার কাজে যুক্তরা ছাড়া আর কাউকে এদিন থেকে ঢাকায় ঢুকতে বা বের হতে দেয়া হবে না৷ এমন তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো৷ 

দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে ঐ বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে বলা হয়, ‘‘জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য জরুরি প্রয়োজন ছাড়া একা কিংবা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা করতে নিষিদ্ধ ঘোষণা করা হলো৷ পরবর্তী সরকারি নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না৷ এমনকি তাদের ঢাকা ছেড়ে যেতেও দেওয়া হবে না৷ সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে৷’’

যাত্রীবাহী ফ্লাইটও বন্ধ ১৪ এপ্রিল পর্যন্ত

এদিকে, যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞাও বাড়ানো হয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, এ নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইইউসহ মোট ১৬টি রুটের ক্ষেত্রে কার্যকর হবে৷

নিষেধাজ্ঞাটি অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ তবে পণ্যবাহী বিশেষ ও সাধারণ কার্গো ফ্লাইটগুলো চলবে৷

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৮ জন, মোট মৃত্যু ৯

গেল ২৪ ঘন্টায় নতুন ১৮ জনের মধ্যে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ এতে করে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮৷ মারা গেছেন আরো একজন৷ সব মিলিয়ে মারা গেছেন নয়জন৷

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷ তিনি বলেন, আক্রান্তদের মধ্যে আরও তিনজন সুস্থ হয়েছেন৷ সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷

জেডএ/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য