স্বাস্থ্য
করোনায় মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়াল
২২ জুন ২০২০বিজ্ঞাপন
এছাড়া শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন আরো তিন হাজার ৪৮০ জন৷ সব মিলিয়ে সে পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন৷
আইইডিসিআর বলছে, আরো এক হাজার ৬৭৮ জন রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৫৫ জনে৷
নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সোমবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এসব তথ্য তুলে ধরেন৷
নাসিমা বলেন, গেল একদিনে মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষের সংখ্যা ৩৩ ও নারী রয়েছেন ৫ জন৷ তাদের ২৫ জন হাসপাতালে, ১২ জন বাড়িতে এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়৷
বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৬২টি পরীক্ষাগারে মোট ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে৷ এর মধ্যে শনাক্তের হার ২২ দশমিক ৩৭ ভাগ৷
জেডএ/এডিকে (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)