1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে উলফা নেতা গ্রেফতার

১৭ জুলাই ২০১০

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট – উলফা’র নেতা রঞ্জন চৌধুরী এবং তার সহযোগী প্রদীপ মারাক বাংলাদেশে গ্রেফতার হয়েছেন৷

https://p.dw.com/p/ONsT
ULFA leaders arrested bangladesh
উলফা নেতা রঞ্জন চৌধুরী এবং তার সহযোগী প্রদীপ মারাকছবি: DW

তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে৷ ব়্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (ব়্যাব) উপ পরিচালক কমান্ডার মোহাম্দদ সোহায়েল ডয়চে ভেলেকে এ তথ্য জানিয়েছেন৷

রঞ্জন চৌধুরী মেজর রঞ্জন(৪৬) নামে পরিচিত৷ তার বাড়ি ভারতের আসামের ধুবড়ি জেলায়৷ তার সহযোগী প্রদীপ মারাকের(৫৭) বাড়ি বাঁকুড়ায়৷ তারা বাংলাদেশের শেরপুরে অবস্থান করছিল৷ ব়্যাব তাদের ভৈরব এলাকা থেকে গ্রেফতার করে ৷ তাদের কাছ থকে পিস্তল বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে৷

রঞ্জন চৌধুরী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে ১৯৮৮ সাল থেকে উলফার সঙ্গে জড়িত৷ ১৯৯৫ সালে তাকে ধুবড়ি জেলা উলফার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়৷ তিনি ভারতে একবার গ্রেফতার হয়ে ১৯৯৬ সালের শেষ দিকে ছাড়া পান৷ ১৯৯৭ সালে তিনি বাংলাদেশে আসেন৷ তিনি বাংলাদেশে বিয়ে করেছেন৷

ব়্যাব জানিয়েছে, তাকে এখন ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন