পণ্যের মান
১৬ মে ২০১২বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সম্পর্ক নিয়ে ঢাকায় এক সেমিনারে বলা হয় বাংলাদেশি পণ্যের বড় বাজার এখন ইউরোপের দেশগুলো৷ এরমধ্যে তৈরি পোশাক শীর্ষ স্থান দখল করলেও, ধীরে ধীরে অপ্রচলিত পণ্যের চাহিদাও বাড়ছে৷ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র হেড অব ডেলিগেশন উইলিয়াম হানা বলেন, চামড়া ও পাটজাত পণ্য, চিংড়ির বাজার রয়েছে সেখানে৷ আর বাংলাদেশি জাহাজ তো এখন ইউরোপে রপ্তানি হচ্ছেই৷ তিনি বলেন, বাজার বাড়াতে হলে পণ্যের গুণগত মান যেমন উন্নত করতে হবে, তেমনি আনতে হবে বৈচিত্র্য৷ আর সেজন্য একটি প্রকল্পের আওতায় বাংলাদেশি পণ্যের গুণগত মান উন্নয়নে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন৷
উইলিয়াম হানা জানান, বাংলাদেশের চামড়া এবং পাটের ৫০০টি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে পণ্যের মান উন্নয়নে কাজ করছে ইইউ৷ যাতে পণ্য পরিবেশ বান্ধব এবং উন্নতমানের হয়৷ আর এসব পণ্য যাতে আন্তর্জাতিক বাজারে আরো বেশি রপ্তানি হয়, সেজন্য সহায়তা করছেন তারা৷ বাংলাদেশে উৎপাদিত চিংড়ির মান উন্নয়নেও তারা কাজ করছেন৷ আর পুরো এশিয়াই তাদের এই কাজ চলছে৷
উইলিয়াম হানা বলেন, ইউরোপের ক্রেতারা পণ্যের গুণগত মানের সঙ্গে কেমন পরিবেশে পণ্যটি তৈরি হয়, কাজের পরিবেশ কেমন এবং শ্রমিকদের সঙ্গে কেমন আচরণ করা হয় - তাকে খুবই গুরুত্ব দেয়৷
তিনি বলেন, ইউরোপীয় ক্রেতারা পণ্য কেনার আগে পরিবেশ, শ্রমিকদের অধিকার এবং তাদের কাজের পরিবেশকে বিবেচনা করে থাকে৷ এমনকি এজন্য তারা বেশি দাম দিতেও প্রস্তুত৷ এটি ক্রেতাদের ক্রমবর্ধমান পছন্দের বিষয়৷ আর এই পছন্দের চাপ বাড়ছে ক্রমশই৷
ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন বলেন, বাংলাদেশের উচিত এই সুযোগ গ্রহণ করে আয় বাড়ানো৷ তাঁর মতে, বেশি দাম মানে বেশি লাভ৷ আর এটি একটি ভাল সুযোগ৷ এখন সবার কাছেই তথ্য রয়েছে৷ আর তরুণ ক্রেতারা শ্রমিক শোষন বিরোধী৷ তারা চায় পরিবেশ বান্ধব পণ্য৷ মনে রাখতে হবে, ক্রেতাদের বড় অংশই তারা৷
এছাড়া, সেমিনারে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপরে ইতিবাচক ধারণা গড়ে তুলতে ইইউ'র আরো সহযোগিতা চান বাংলাদেশের ব্যবসায়ীরা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ