1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিশ্রীলঙ্কা

বাংলাদেশকে এবার ১০০ মিলিয়ন ডলার ফেরত দিলো শ্রীলঙ্কা

১ সেপ্টেম্বর ২০২৩

অর্থনৈতিক সংকটের সময় বাংলাদেশ থেকে নেয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা৷

https://p.dw.com/p/4VqWC
অর্থনৈতিক সংকটের সময় বাংলাদেশ থেকে নেয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা
অর্থনৈতিক সংকটের সময় বাংলাদেশ থেকে নেয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা৷ছবি: Ishara S. Kodikara/AFP

শুক্রবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক৷

তিনি জানান, ৩১ আগস্ট (বৃহস্পতিবার) রাতে দ্বিতীয় কিস্তিতে শ্রীলঙ্কা ১০০ মিলিয়ন ডলার পাঠিয়েছে৷ এই অর্থ বুঝে পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক৷

এর আগে, চলতি বছরের ১৭ আগস্ট ঋণের প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছিল অর্থনৈতিক বিপর্যয়ে পড়া দক্ষিণ এশিয়ার দেশটি৷ চলতি মাস, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কা পুরো অর্থ পরিশোধ করবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক৷

২০২১ সালের আগস্টে মুদ্রা বিনিময় চুক্তিতে এই ঋণ নিয়েছিল দেশটি৷ কথা ছিল, তিন মাসের মধ্যে পরিশোধ করবে পুরো অর্থ৷

২০২১ সালে শ্রীলঙ্কাকে তিন কিস্তিতে এই ঋণ দিয়েছিল বাংলাদেশ৷ ১৯ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার, ১১ দিন পর দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন ডলার এবং সেপ্টেম্বরে আরও ৫০ মিলিয়ন ডলার দিয়েছিল বাংলাদেশ৷

২০২১ সালে নেওয়া এ ঋণ পরিশোধের মেয়াদ ছিল গেল বছরের মে মাস পর্যন্ত৷ কিন্তু বৈদেশিক ঋণের চাপে জর্জরিত শ্রীলঙ্কাকে সময়ের মধ্যে ঋণপরিশোধ করতে ব্যর্থ হয়৷ পরে দেশটির অনুরোধে ২০২২ সালে ঋণ পরিশোধের মেয়াদ এক বছর বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক৷

টিএম/এসিবি (দ্য ডেইলি স্টার)