বাংলাদেশকে এবার ১০০ মিলিয়ন ডলার ফেরত দিলো শ্রীলঙ্কা
১ সেপ্টেম্বর ২০২৩শুক্রবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক৷
তিনি জানান, ৩১ আগস্ট (বৃহস্পতিবার) রাতে দ্বিতীয় কিস্তিতে শ্রীলঙ্কা ১০০ মিলিয়ন ডলার পাঠিয়েছে৷ এই অর্থ বুঝে পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক৷
এর আগে, চলতি বছরের ১৭ আগস্ট ঋণের প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছিল অর্থনৈতিক বিপর্যয়ে পড়া দক্ষিণ এশিয়ার দেশটি৷ চলতি মাস, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কা পুরো অর্থ পরিশোধ করবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক৷
২০২১ সালের আগস্টে মুদ্রা বিনিময় চুক্তিতে এই ঋণ নিয়েছিল দেশটি৷ কথা ছিল, তিন মাসের মধ্যে পরিশোধ করবে পুরো অর্থ৷
২০২১ সালে শ্রীলঙ্কাকে তিন কিস্তিতে এই ঋণ দিয়েছিল বাংলাদেশ৷ ১৯ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার, ১১ দিন পর দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন ডলার এবং সেপ্টেম্বরে আরও ৫০ মিলিয়ন ডলার দিয়েছিল বাংলাদেশ৷
২০২১ সালে নেওয়া এ ঋণ পরিশোধের মেয়াদ ছিল গেল বছরের মে মাস পর্যন্ত৷ কিন্তু বৈদেশিক ঋণের চাপে জর্জরিত শ্রীলঙ্কাকে সময়ের মধ্যে ঋণপরিশোধ করতে ব্যর্থ হয়৷ পরে দেশটির অনুরোধে ২০২২ সালে ঋণ পরিশোধের মেয়াদ এক বছর বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক৷
টিএম/এসিবি (দ্য ডেইলি স্টার)