‘বাংলাদেশ পাকিস্তানের চেয়েও ভয়ংকর দেশ'
৩১ মার্চ ২০১৫নিউইয়র্ক টাইমস এর সাংবাদিক মীরা কামদার গার্ডিয়ানের একটি সংবাদ শেয়ার করে টুইটারে লিখেছেন, বাংলাদেশের ব্লগার ওয়াশিকুর রহমানকে হত্যা করে বাক স্বাধীনতাকে খুন করা হয়েছে৷
সিজার মেরিন অ্যামনেস্টি সিকিউরিটির একটি টুইট রিটুইট করেছেন৷ সেখানে বলা হয়েছে, বিভৎস এই হত্যা মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে এক অশনিসংকেত৷
শহীদুল আলম লিখেছেন, ওয়াশিকুর রহমানের প্রতি বাংলাদেশের ব্লগাররা সংহতি প্রকাশ করেছে৷
ফাহমিদা টুইটারে লিখেছেন, যে দুজন শিক্ষার্থী ওয়াশিকুর রহমানকে হত্যা করেছে তারা ব্লগগুলো পড়েও দেখেনি৷ বাংলাদেশে বাকস্বাধীনতার জন্য এটা সত্যিই ভয়াবহ৷
রাকেল এ সরস্বতী টুইটারে যা লিখেছেন,
রাধা কাপুর শর্মা এ সংক্রান্ত টেলিগ্রাফের একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘‘ধর্মীয় অসহনশীলতা বাংলাদেশে নতুন মাত্রায় পৌঁছেছে, যার জন্য ওয়াশিকুর রহমানকে মূল্য দিতে হলো৷''
রানা মাসুদ ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘যুক্তির মোকাবেলায় অন্ধ ধার্মিকেরা সবসময় সহিংস এবং প্রাণঘাতী৷ ভিন্নমতের ব্যাপারে কি করে প্রতিক্রিয়া জানাতে হয় এই ব্যাপারটি পাঠ্যবইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছোটবেলা থেকে শিখিয়ে দিতে হবে৷ সরকার বিবেচনায় নিতে পারেন৷''
লেখিকা তসলিমা নাসরিন লিখেছেন, ‘‘বাংলাদেশকে আমি মিনি পাকিস্তান বা পাকিস্তান বলি না৷ আমি বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও ভয়ংকর দেশ বলি৷ পাকিস্তানে মৌলবাদী খুনীরা ধরা পড়ে এবং জেলে যায়৷ বাংলাদেশে মৌলবাদী খুনীদের ইচ্ছে করেই ধরা হয় না৷ তাদের কোনো শাস্তিও দেওয়া হয় না৷ পাকিস্তানে বাংলাদেশের মতো মুক্তচিন্তার মানুষ আর যুক্তিবাদীদের এক এক করে হত্যা করা হচ্ছে না৷ একসময় বাংলাদশে আর কোনো মুক্তচিন্তাবিদ অবশিষ্ট থাকবে না৷''
নাসির উদ্দীন শেখ তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘দেখো বাংলাদেশ দেখো, দেখো বাংলাদেশের মধ্যপন্থি ধর্মভীরু মানুষেরা দেখো, আমাদের নীরবতা আর নির্লিপ্ততার সুযোগ নিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিকে কোন ভাগাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে!''
এদিকে, ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সঙ্গে জড়ি আরিফ রহমান ফেসবুকের এক স্ট্যাটাসে ব্লগারদের আপাতত কিছুদিনের জন্য লেখালেখি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘Who's Next: একটার পর একটা ব্লগার পড়তেসে, মানেন আর না মানেন এই দেশে কলমের জবাব চাপাতিতেই পাবেন৷ ধীরে ধীরে বন্ধু তালিকা ছোট হয়ে আসবে, একসময় আপনিও চলে আসবেন পত্রিকার প্রথম পাতায়৷... সবচেয়ে মঙ্গলজনক হয় লেখালেখি আপাতত বন্ধ করে দিন কিছুদিনের জন্য৷ নিজের মা-বাবা-পরিজনের কথা ভেবে হলেও...৷’’
আরিফ রহমানের এই স্ট্যাটাসের নীচে ইমাম মুত্তাকীন মন্তব্য করেছেন এভাবে, ‘‘শেষ পর্যন্ত এই স্ট্যাটাস দিতে হল ভাই?’’ উত্তরে আরিফ রহমান লিখেছেন, ‘‘রিয়ালিটি মেনে নিচ্ছি৷’’
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: জাহিদুল হক