1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ জ্বালানি তেলের দাম বাড়ালো

৭ মে ২০১১

জ্বালানি তেলের দাম বাড়ার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতির সব খাতে৷ তাই বাংলাদেশের অর্থনীতিবিদরা কৃষিসহ জরুরি খাতে ভর্তুকি সমন্বয়ের পরামর্শ দিয়েছেন৷

https://p.dw.com/p/11B3q
ফাইল ছবিছবি: AP

শুক্রবার থেকে বাংলাদেশে সবধরনের জ্বালানি - পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ানো হয়েছে৷ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় ভর্তুকি সাশ্রয়ে সরকার এ ব্যবস্থা নিয়েছে৷ সেন্টার ফর পলিসি ডায়ালগ - সিপিডির নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে সত্য৷ কিন্তু একারণে বাংলাদেশ দাম বাড়ানোয় এর নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতির সবখাতে৷

তিনি বলেন, সরকারকে পরিস্থিতির মোকাবেলা করতে হলে জ্বালানি তেলে ভর্তুকি সমন্বয় করতে হবে৷ যেমন কৃষিসহ অগ্রাধিকার খাত বিবেচনায় রেখে ভর্তুকির সমম্বয় করা যেতে পারে৷ কারণ সব খাতের জন্য সমান ভর্তুকি হলে জরুরি খাতের ওপর চাপ বেশি পড়বে৷

অন্যদিকে অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবু আহমেদ মনে করেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি করায় দুর্নীতি এবং অদক্ষতার কারণে দাম বেশি পড়ে৷ তাই শিল্পকারখানায় যারা বড় ব্যবহারকারী তাদের সরাসরি জ্বালানি তেল আমদানির অনুমতি দেয়া যেতে পারে৷

জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে৷ তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, তাহলে আন্তর্জাতিক বাজারে দাম কমলে যেন স্থানীয় বাজারে দাম কমান হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক