বাংলাদেশ এবং আশেপাশের দেশে করোনা ভাইরাস
নভেল করোনাভাইরাসকে অনেকটাই সামলে নিয়েছে চীন। প্রকোপ বাড়ছে অন্য অনেক দেশে। দক্ষিণ এশিয়া, অর্থাৎ বাংলাদেশ এবং তার আশেপাশের দেশগুলোতে করোনা কতট আতঙ্ক ছড়িয়েছে? ছবিঘরে দেখুন...
নেপালে করোনা হাসপাতাল
নেপালে করোনা হাসপাতাল ভরতপুরের চিতওয়ান প্রদর্শন কেন্দ্রে করোনাভাইরাসের সংক্রমণ চিকিৎসার জন্য নতুন হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ৭২ ঘণ্টার মধ্যে হাসপাতালটি চালু হবে বলে জানিয়েছে নেপাল সরকার। নেপালে এ পর্যন্ত একজনের সংক্রমিত হবার কথা জানা গেলেও প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ওপরের ছবিতে চীন থেকে ফেরা এক নেপালিকে দেখা যাচ্ছে৷ তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে৷
আফগানিস্তানের ২২ জন
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেদেশে এ পর্যন্ত মোট ২২ জনের দেহে করোনা ধরা পড়েছে। সংক্রমিতদের সবাই এসেছেন ইরান থেকে।
পাকিস্তানে আতঙ্ক বাড়ছে
পাকিস্তানের ডন পত্রিকার খবর অনুযায়ী, সে দেশে এখন পর্যন্ত মোট ১৯৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন।
ভারতে সংক্রমণ বাড়ছে
ভারতে আতঙ্ক দ্রুত বাড়ছে৷ সে দেশে সংক্রমিতের সংখ্যা এখন ১৩৭ বলা হলেও প্রকৃত সংখ্যা অনেক বেশিও হতে পারে৷
শ্রীলঙ্কায় ৩৫
শ্রীলঙ্কায় এ পর্যন্ত ৩৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। তাদের মধ্যে একজন সেরে উঠেছেন।
মালদ্বীপে জরুরি অবস্থা
দ্বীপ দেশ মালদ্বীপে এ পর্যন্ত ১৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমিতদের সবাই বিদেশি। বড় সংকট এড়াতে মালদ্বীপে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী। গত ১২ই মার্চ এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। মালদ্বীপে এখন পর্যটক যাওয়া বন্ধ। হোটেল, রেস্তোরাঁ, রিসোর্টে পর্যটকদের রাখতে নিষেধ করেছে সরকার।
ভুটান ৯৯ শতাংশ মুক্ত
ভুটানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তার দেশে এখনো করোনায় সংক্রমিত কোনো রোগী পাওয়া যায়নি। তবে তিনি তার দেশকে একেবারে ঝুঁকিমুক্ত বলতে নারাজ। তার মতে, ভুটানকে শতকরা ৯৯ ভাগ করোনামুক্ত বলা যেতে পারে।
বাংলাদেশ সতর্ক
করোনা ভাইরাসের নতুন এপিসেন্টার এখন ইউরোপ। তাই ব্রিটেন ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বিমান যোগাযোগ দুই সপ্তাহের জন্য বন্ধ করেছে বাংলাদেশ। এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১০ জন, তার মধ্যে দুজন এখন পুরোপুরি সুস্থ। এছাড়া ১৬ জন রয়েছেন আইসোলেশনে এবং ৪৩ জন সরকারি ব্যবস্থায় কোয়ারান্টিনে।
এসিবি/ কেএম ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ডটকম, দ্য ডন, হিমালয়ান টাইমস, কুয়েন্সেল অনলাইন, আফগানিস্তান টাইমস, ডেইলি নিউজ, হিন্দুস্থান টাইমস )