1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা ছবি ঠাঁই পাচ্ছে না কলকাতার হলে

২৬ সেপ্টেম্বর ২০১৯

ক্রমশ নিজভূমে পরবাসী হয়ে উঠছে বাংলা ছবি৷ পশ্চিমবঙ্গে বাংলা ছবি দেখাতে নিমরাজি প্রেক্ষাগৃহের মালিকরা৷ প্রতিবাদে সরব স্বয়ং চলচ্চিত্র পরিচালক৷ হল-মাল্টিপ্লেক্সকে হিন্দির সঙ্গে সমানুপাতে বাংলা ছবি দেখাতে বলেছেন মুখ্যমন্ত্রী৷

https://p.dw.com/p/3QHwN
কলকাতার প্যারাডাইস হলে চলতি সপ্তাহে হিন্দি ছবি চলছেছবি: DW/P. Samanta

সম্প্রতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্ট নিয়ে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলে শোরগোল পড়েছে৷ তিনি হল মালিকদের বিরুদ্ধে সরব হয়েছেন৷ তাঁর নতুন ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'  মুক্তি পাওয়ার কথা ছিল ২০ সেপ্টেম্বর৷ কিন্তু কলকাতার কোনো হলে তাঁর ছবিকে মুক্তির সুযোগ দেওয়া হয়নি৷ ছবি মুক্তির আগে হলের যে তালিকা পাওয়া যায়, তাতে দেখা গিয়েছে, শহরতলি ও জেলার কয়েকটি প্রেক্ষাগৃহে ছবি দেখানোর অনুমতি মেলে৷এর বিরুদ্ধে ফেসবুক পোস্ট করেন প্রদীপ্ত৷ ‘বাকিটা ব্যক্তিগত’ ছবির জন্য জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক লেখেন, ‘‘বাংলা ছবির প্রতি যথেচ্ছ করুণা বর্ষণ করুন৷ খুবই খারাপ লাগছে, কিন্তু হাল ছাড়া যাবে না৷ ছবি আমরা দেখাবোই৷’’

Bengali Kino Komplex Kalkutta
কলকাতার একটি সিনেমা হলে ভবিষ্যতে যে ছবিগুলো চলবে সেগুলোর পোস্টারছবি: DW/P. Samanta

এই প্রথম নয়, অতীতেও হিন্দি ও ইংরেজি ছবির দাপটে পিছু হঠেছে বাংলা ছবি৷ হিন্দি ছবি ‘রাজি’-র জন্য পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘হামি’-কে সময় দেওয়া হয়নি৷ তারও আগে দক্ষিণের ছবি ‘বাহুবলী’-র সঙ্গে লড়াইয়ে ময়দান ছেড়েছিল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’৷ একই অবস্থা হয়েছিল কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘গুড নাইট সিটি’-র৷ হিন্দি ছবি বেশি জনপ্রিয়, একথা স্বীকার করেও প্রদীপ্ত বলেন, ‘‘কলকাতায় বাংলা ছবির দর্শক আছে৷ আমার এই ছবিতে স্টার ভ্যালুও কম নয়৷ তাই কলকাতার বুকে কমপক্ষে তিনটি হল পাওয়ার কথা৷ রহস্যময় কারণে তা হয়নি৷ এটা সবাইকে জানাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি৷’’

হিন্দি ছবির প্রযোজকেরা বেশি টাকা দেয়: সঞ্জয় মুখোপাধ্যায়

বাংলা ছবি না চলার কথা মানতে চাননি চলচ্চিত্র সমালোচক, অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘হিন্দি ছবির প্রযোজকেরা বেশি টাকা দেয়৷ বৃহৎ পুঁজি এভাবেই আমাদের গ্রাস করছে৷ কোনদিন শুনবো সত্যজিৎ, ঋত্বিকের ছবি দেখানোর হলও পাওয়া যাচ্ছে না৷ সবটাই কি বাণিজ্যিক মুনাফা পরিচালনা করবে?’’ এর সঙ্গে রাজনীতিকে জুড়েছেন তিনি৷ তাঁর ভাষায়, ‘‘আর্থিক কারণে একটা সাংস্কৃতিক সংকট তৈরি করা হচ্ছে৷ এটা হিন্দি সাংস্কৃতিক আধিপত্যবাদের লক্ষণ৷ প্রান্তিক ভাষা ও সংস্কৃতিকে কোণঠাসা করা হচ্ছে৷’’

গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় প্রদীপ্তর পোস্ট হইচই ফেলে৷ দুর্গাপুজো উপলক্ষে শুক্রবার এবং পরের সপ্তাহে একগুচ্ছ বাংলা ও হিন্দি ছবির একসঙ্গে মুক্তি পাওয়ার কথা৷ বক্স অফিসে বাংলার ‘সত্যান্বেষী ব্যোমকেশ’, ‘মিতিন মাসি’-র সঙ্গে লড়াইয়ে বলিউডের টাইগার শ্রফ, হৃত্বিক রোশনের ছবি ‘ওয়ার’৷ বিভি্ন্ন হল ইতিমধ্যেই ‘ওয়ার’-এর পোস্টারে ছেয়ে গিয়েছে৷ উৎসবের দিনে বাংলা ছবির হল প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন অভিনেতা ও সাংসদ দেব৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রধান সচিব বিবেক কুমার হল মালিকদের একটি নির্দেশিকা পাঠাচ্ছেন৷ তাতে সরকারের হল এবং মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে বাংলা ও হিন্দি ছবি প্রদর্শনের জন্য সঠিক অনুপাত বজায় রাখতে বলা হচ্ছে৷ 

হিন্দি ছবির সঙ্গে আমাদের প্রতিযোগিতা জোরদার করতে হবে: প্রদীপ্ত ভট্টাচার্য

ফেসবুকে প্রদীপ্তর প্রতিবাদ ও চলচ্চিত্র মহলের সমালোচনায় অবশ্য কাজ হয়েছে৷ ২৭ সেপ্টেম্বর রাজলক্ষী ও শ্রীকান্ত মুক্তির আগে প্রদীপ্ত যে প্রেক্ষাগৃহের তালিকা পেয়েছেন, তাতে কলকাতার প্রথম সারির কয়েকটি হল ও মাল্টিপ্লেক্স রয়েছে৷ এই দফায় বাংলা ছবির দাবির সামনে পিছু হঠেছেন হল মালিকরা৷ কেন বাংলা ছবিকে বঞ্চিত করা হচ্ছে, তা নিয়ে মালিকরা ডয়চে ভেলেকে কিছু বলতে চাননি৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার পর তাঁরা কিছুটা ব্যাকফুটে৷ এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে বাংলার চলচ্চিত্র মহল৷ প্রদীপ্ত বলেন, ‘‘হিন্দি ছবির সঙ্গে আমাদের প্রতিযোগিতা জোরদার করতে হবে৷ বিভিন্ন বিষয়ের ছবি তৈরি করতে হবে৷ শক্তিশালী চিত্রনাট্য, অভিনব ভাবনা ও নিত্যনতুন ট্রিটমেন্ট কাজে লাগিয়ে বাংলা ছবিকে আকর্ষণীয় করে তোলা দরকার৷ বিগ বাজেটের ছবি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে৷ তাদের সঙ্গে টক্কর দিতে হবে আমাদের৷’’ এই সংকটের জন্য বাঙালি দর্শকের রুচিকেও কিছুটা দায়ী করলেন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার কার্যনির্বাহী পরিষদের প্রাক্তন সদস্য, ফিল্ম স্টাডিজের অধ্যাপক নবীনানন্দ সেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘ভালো সিনেমা দেখার অভ্যেস আমাদের তৈরি করাতে হবে৷ দর্শক নিম্নরুচির কিছুতে আকৃষ্ট হতেই পারেন, তাঁকে ভালো ছবি দেখাতে হবে৷ আমাদের ভালো ছবি তৈরি করতে হবে৷’’

২০১৮ সালের জুলাই মাসের ছবিঘরটি দেখুন...

ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি পায়েল সামন্ত৷
পায়েল সামন্ত ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য