বহুবর্ণিল উদযাপনে নারী দিবস ২০২২
আন্তর্জাতিক দিবসগুলো যত বেশি দেশে পালিত হয়, উদযাপনে বৈচিত্র ফুটে ওঠে তত বেশি করে৷ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের মিছিল আর পথসভায় তা-ই দেখা গেল দেশে দেশে৷ দেখুন ছবিঘরে...
টিরানা, আলবেনিয়া
আলবেনিয়ার রাজধানী টিরানায় নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতীকী প্রতিবাদ জানানো হয় বিভিন্ন ধরনের জুতো সাজিয়ে৷ নারীদের জুতোর প্রদর্শনী ঘুরে ঘুরে দেখছে এক শিশু৷
মাদ্রিদ, স্পেন
মাদ্রিদের বিশাল এই মিছিলে নারীর অধিকার আদায়ের দাবির সঙ্গে যোগ হয়েছিল ইউক্রেনের প্রতি সমর্থন৷ ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদ এবং যুদ্ধবিরোধী স্লোগান শোনা গেছে অনেকের মুখে৷
দিয়ারবাকির, তুরস্ক
টাইগ্রিস নদীর তীরের এই শহরের নারীরাও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছেন৷ মিছিলে নারীর বিজয় কামনা করে ‘ভিক্টোরি’ চিহ্ন দেখাচ্ছেন এক নারী৷
ওডেসা, ই্উক্রেন
ইউক্রেনের নারীরা আন্তর্জাতিক নারী দিবস পালন করার অবস্থায় নেই৷ রাশিয়ার হামলার কারণে নারী, শিশু এবং প্রবীণেরা দেশ ছাড়ছেন৷ এই পরিস্থিতেও আন্তর্জাতিক নারী দিবসে ফুল বিক্রি করছেন এক নারী৷
আবুজা, নাইজেরিয়া
নাইজেরিয়ার রাজধানীতে নারীরা বিক্ষোভ জানিয়েছেন দেশের সংবিধানের বিরুদ্ধে৷ সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার দাবি জানান তারা৷
বাকু, আজারবাইজান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজারবাইজানের রাজধানীতে নারীদের মিছিল৷ নারীদের অধিকার প্রতিষ্ঠার দাবি ওঠে সেখানেও৷
প্যারিস, ফ্রান্স
ফ্রান্সের রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণিল শোভাযাত্রা৷
নাইরোবি, কেনিয়া
নাইরোবিতে নারীদের মিছিলের দুই নারী৷ একজনের গালের লেখায় ‘এন্ড জিবিভি’, অর্থাৎ লিঙ্গভিত্তিক সহিংসতা অবসানের দাবি৷
বার্লিন, জার্মানি
জার্মানির রাজধানীতে নারী দিবস উদযাপনের মূল সুর ছিল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ৷ রুশ দূতাবাসের সামনে যুদ্ধ বন্ধের দাবি তুলেছেন তারা৷
ইস্তাম্বুল, তুরস্ক
ইস্তাম্বুলে নারীদের মিছিলে বাধা দেয় পুলিশ৷ এক পর্যায়ে পুলিশের চোখ ঢেকে দেন বিক্ষুব্ধ দুই নারী৷