ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রীরাধা দত্ত মনে করেন, বাংলাদেশের ক্ষমতাসীন দল বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনের একটি বিভ্রম তৈরি করছে৷ তবে একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে করা এই নির্বাচনকে শেষ পর্যন্ত বহুদলীয়, অবাধ ও সুষ্ঠু বলা যাবে না৷ ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকবে না’ এমন ধারণার ভিত্তি এখন নেই বলেও মনে করেন এই অধ্যাপক৷ দেখুন পুরো সাক্ষাৎকারটি৷