বহু ছবি, বহু রঙের ‘বার্লিনালে’
৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বার্লিনালে৷ ‘গোল্ডেন বিয়ার’ জয়ের জন্য মূল প্রতিযোগিতায় থাকছে ১৯টি ছবি৷ এর বাইরেও থাকছে অনেক ছবি, অনেক রকমের আয়োজন৷
১২শ ‘উপহার’
দশদিন ধরে চলবে ৬৫তম বার্লিনালে৷ এবারের আয়োজনে থাকছে মোট ১২শ পরিবেশনা৷ সারা বার্লিন জুড়ে চলবে উৎসব৷
অনেক বেশি জার্মানি...
আগের আসরগুলোর তুলনায় অনেক বেশি জার্মান ছবি থাকবে এবার৷ ভিম ভেন্ডার্স-এর মতো অনেক প্রখ্যাত জার্মান পরিচালক অংশ নিচ্ছেন এবারের উৎসবে৷ তবে আন্দ্রেয়াস ড্রেসেন এবং অলিভার হির্শবিগেল-এর মতো তরুণ পরিচালকদের ছবিও থাকবে বার্লিনালেতে৷
দশে মিলে...
থাকছে জার্মান পরিচালক ভ্যার্নার হ্যার্ৎসগ-এর ছবি ‘কুইন অফ দ্য ডেজার্ট’৷ হের্সগ প্রায় পুরো ছবির শুটিং করেছেন যুক্তরাষ্ট্রে৷ কয়েক বছর ধরে চলেছে শুটিং৷ ছবিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেশ কয়েকজন তারকাকে নিয়েছেন বাভারিয়ান পরিচালক৷ নিকোল কিডম্যান, জেমস ফ্রাঙ্কো, ডেমিয়েন লুইস এবং রবার্ট প্যাটিনসনের নাম শোনেননি এমন চলচ্চিত্রামোদী বোধহয় কমই পাওয়া যাবে৷
হলিউডের ঝলক...
যুক্তরাষ্ট্রের পরিচালক ট্যারেন্স ম্যালিক আসছেন তাঁর নতুন ছবি ‘নাইট অফ কাপস’ নিয়ে৷ সেরা ছবির ক্যাটেগরি অর্থাৎ ‘গোল্ডেন বিয়ার’ পুরস্কারের জন্য লড়বে এটি৷ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ক্রিস্টিয়ান বেল৷ বিলাসিতা, যৌনতা এবং পাপাচারের মধ্যে জীবনের মানে খুঁজছে এমন এক চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ কেট ব্ল্যাঞ্চেট এবং নাটালি পোর্টম্যানও আছেন এ ছবিতে৷
ইরানি ছবি
সরকারের সমালোচনা করায় ইরান থেকে বিতাড়িত পরিচালক জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবিটির প্রদর্শনও হবে এবারের বার্লিনালেতে৷ ছবিটিকে প্রদর্শনের অনুমতি দেয়ায় ইরানের গণমাধ্যমের বড় একটা অংশ বার্লিনালের সমালোচনা করেছে৷
রূপকথার রাজ্য
রূপকথাভক্তরা এখন ‘সিন্ডারেলা’ দেখার অপেক্ষায়৷ ওয়াল্ট ডিজনি কম্পানির জন্য নির্মিত এ ছবির পরিচালক কেনেথ ব্র্যানাগ৷ চেনাজানা কাহিনি নিয়ে ব্রিটিশ পরিচালক ব্র্যানাগ কেমন ছবি নির্মান করেছেন তা দেখার জন্য নিশ্চয়ই দর্শকের ভিড় জমাবে এবারের বার্লিনালেতে৷
নতুন রূপে পুরোনো ছবি
ডিজিটাল এডিটিং অনেক পুরোনো ছবিকেও ফিরিয়ে আনার সুযোগ করে দিয়েছে৷ গত দু’বছর ধরে বার্লিনালেতে দেখানো হচ্ছে সেরকম ছবি৷ এবার ১৯২৫ সালে মুক্তি পাওয়া নির্বাক জার্মান ছবি ‘ভ্যারাইটি’-ও থাকছে ‘বার্লিনালে ক্লাসিকস’-এ৷
‘সবকিছু ঠিক হয়ে যাবে’
জার্মান পরিচালক ভিম ভেন্ডার্সকে সম্মান জানাবে বার্লিনালে৷ তাঁর হাতে তুলে দেয়া হবে বিশেষ ‘গোল্ডেন বিয়ার’৷ ‘প্যারিস, টেক্সাস’সহ তাঁর বেশ কিছু ছবি দেখানো হবে উৎসবে৷ আর তাঁর সর্বশেষ ছবি ‘সবকিছু ঠিক হয়ে যাবে’ তো মূল প্রতিযোগিতাতেও থাকবে৷