বহরমপুরে ভোট পিছিয়ে দিতে বলবো: হাইকোর্টের প্রধান বিচারপতি
২৫ এপ্রিল ২০২৪প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেছেন, ''যেখানে মানুষ আট ঘণ্টা শান্তিতে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই।'' রামনবমীর দিন অশান্তির মামলায় এই মন্তব্য করেন তিনি। এনআইএ তদন্তের আর্জি জানিয়ে এই মামলা করে হয়েছিল।
প্রধান বিচারপতি বলেছেন, নির্বাচন কমিশনকে বলবো, বহরমপুরের নির্বাচন পিছিয়ে দিতৈ।
এটাও ঘটনা, নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেই রাজ্যের পুলিশ-প্রশাসন তখন কমিশনের কথাতেই চলে।
বহরমপুরে আগামী ১৫ মে ভোট হবে। তার আগে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে আলোড়ন দেখা দিয়েছে।
রামনবমীর দিন মুর্শিদাবাদে সংঘর্ষ হয়। আইন-শৃঙ্খলার সমস্যা দেখা দেয়। প্রধান বিচারপতির প্রশ্ন, এই অশান্তির প্ররোচনা কে দিয়েছে?
শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে। হাইকোর্টের নির্দেশ, রাজ্য সরকারকে এই বিষয়ে হলফনামা দিতে হবে। চাইলে সিআইডি, এনআইএ, সিবিআই-ও আদালতে রিপোর্ট জমা দিতে পারবে।
রাজনৈতিক প্রতিক্রিয়া
তৃণমূল নেতা শান্তনু সেন বলেছেন, ''আদালত বলেছিল, দুইশর বেশি মানুষের মিছিল করা যাবে না, অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি-র প্রার্থীরা অস্ত্র নিয়ে মিছিল করেছেন। ফলে কারা অশান্তি করেছে, সেটাও নিশ্চয়ই আদালত বুঝবে।''
বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ''তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি ভারতের বহুত্ববাদ, গণতন্ত্র, এই সমাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ? মানুষকে ভয়মুক্ত নির্বাচন উপহার দেয়াটা নির্বাচন কমিশনের দায়িত্ব।''
প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী আবার পুলিশের উপর অভিযোগ করে বলেছেন, তারা কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করছে। তাকে হারানোর চেষ্টায় পুলিশও সামিল বলে অধীর জানিয়েছেন।
জিএইচ/এসজি(নিউজ১৮, এবিপি আনন্দ)