বস্তি জীবন
৬ এপ্রিল ২০১২রাজধানী ঢাকার প্রায় ৪০ লাখ বস্তিবাসী যেন ঝরা পাতার মত৷ আজ এ বস্তিতে তো কাল আরেক বস্তিতে গিয়ে ওঠেন তারা৷ রয়েছে উচ্ছেদ আতঙ্ক৷ তারা কেউ রিকশা চালান, কেউ দিনমজুর, কেউ পরিচ্ছন্ন কর্মী আবার কেউবা কাজ করেন তৈরি পোশাক শিল্পে সেলাই দিনমণি হিসেবে৷ তারা নগরবাসীকে নানা সেবা দিলেও তাদের জীবন মান খুবই নীচু – বললেন নগর গবেষক অধ্যাপক ড. নজরুল ইসলাম৷
আর রিহ্যাব সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী ডয়চে ভেলেকে জানান, পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা অমানবিক৷ তিনি জানান, সরকার সহযোগিতা করলে বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রস্তুত আছেন তারা৷ সরকার যদি ঢাকায় খাসজমির ব্যবস্থা করে দেয়, তাহলে এই অতি দরিদ্র মানুষের জন্য তারা আবাসনের ব্যবস্থা করবেন৷
মুরাদ ইকবাল চৌধুরী বলেন, ঢাকায় দিন দিন কাজের খোঁজে দরিদ্র মানুষের ভিড় বাড়ছে৷ এর কারণ হল শিল্প কারখানা গড়ে উঠছে ঢাকাকে কেন্দ্র করে৷ সরকার যদি নীতিমালা তৈরি করে শিল্প কারখানার বিকেন্দ্রীকরণ করে, তাহলে মানুষ কষ্ট করে ঢাকার বস্তিতে থাকতে আসবেনা৷ আর যদি যোগাযোগ ব্যবস্থা ভাল হয়, তাহলে দিনে কাজ করে রাতে মানুষ ঢাকার বাইরে চলে যেতে পারবে৷
তিনি মনে করেন, বস্তিবাসীর প্রতি নজর না দিলে, তাদের অবহেলা করলে রাজধানীতে অপরাধ প্রবণতা আরো বাড়বে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন