বলিউডের প্রথম সমকামী রোমান্টিক কমেডি
২১ ফেব্রুয়ারি ২০২০অনেকই বলছেন ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ সিনেমাটি ভারতের সমকামী তরুণ জুটিকে নিয়ে নির্মিত প্রথম রোমান্টিক কমেডি৷ এই সিনেমায় এক সমকামী তরুণের ভূমিকায় অভিনয় করছেন তারকা অভিনেতা আয়ুষ্মান খুরানা৷ নিজের বয়ফ্রেন্ডের প্রতি সমাজের রক্ষণশীল মনোভাবের বিরুদ্ধে তার লড়াই তুলে ধরা হয়েছে সিনেমার কাহিনিতে৷
সিনেমায় সমকামী যুগলের মধ্যে নানা রোমান্টিক অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে, রয়েছে চুমু খাওয়ার দৃশ্যও৷ সিনেমার পরিচালক হিতেশ কেওয়ালিয়া থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেন, ‘‘সিনেমার মূল উদ্দেশ্য হলো এই ভালোবাসা নিয়ে যাতে কৈফিয়ত দিতে না হয়, একে সমস্যা হিসেবে, রোগ হিসেবে দেখা না হয়, তা প্রতিষ্ঠা করা৷’’
বলিউডে সমকামীদের বিষয়টি খুব একটা তুলে ধরা হয় না৷ যখন হয়ও, তখনও সাধারণত তাদের চরিত্রকে হাস্যকর করে উপস্থাপন করা হয়৷ কিন্তু ২০১৮ সালে ভারতে সমকামী সেক্স বৈধ ঘোষণার পর থেকে এই পরিস্থিতি পালটাতে শুরু করেছে৷ এখন টেলিভিশনে নানা শো-তে সমকামীদের অংশগ্রহণও বেড়েছে৷
কেওয়ালিয়ার বলেন, ‘‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইন্ডাস্ট্রি নানা স্টেরিওটাইপের ওপর ভর করে দাঁড়িয়ে আছে৷ আমি সেটা করতে চাইনি৷ এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল৷ আমি এই প্ল্যাটফরম ব্যবহার করে বরং স্টেরিওটাইপ ভাঙতে চেয়েছি৷’’
নানা মহল থেকে তীব্র সমালোচনা ও আক্রমণের পরও সিনেমার ট্রেলারটিই দেখা হয়েছে পাঁচ কোটি বারেরও বেশি৷ বলিউডের শীর্ষস্থানীয় কিছু প্রযোজক এই সিনেমার পক্ষে কথা বলছেন৷ পরিচালক কেওয়ালিয়ার দাবি এটিই বলিউডের মূলধারায় সমকামী ইস্যুতে প্রথম বাণিজ্যিক সিনেমা৷
সিনেমার পরিচালক বলছেন, ২০১৮ সালে ‘সমকামীদের যৌন সম্পর্ককে অপরাধ গণ্য করা যাবে না' বলে সুপ্রিম কোর্টের ঘোষণা না এলে হয়তো সেন্সর বোর্ডেই তার সিনেমা আটকে যেতো৷ কিন্তু আদালত রায় দিলেও ভারতের রক্ষণশীল সমাজের অনেক স্তরেই এখনো সমকামীদের নিগৃহীত হতে হয়৷
এডিকে/এসিবি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)
গতবছরের জুলাইয়ের ছবিঘরটি দেখুন...