1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডের আশা ক্রিসমাস অ্যানিমেশন দর্শক টানতে পারবে

২৩ ডিসেম্বর ২০১০

বলিউডের দু’জন শীর্ষ স্টার অভিনীত অ্যানিমেশন ছায়াছবি ‘তানপুর কা সুপার হিরো’ অ্যানিমেশন চলচ্চিত্রের ভাগ্য বদলে দিতে পারে বলেই আশা করছেন ভারতের অ্যানিমেশন চলচ্চিত্রের নির্মাতারা৷

https://p.dw.com/p/zoix
Ajay Devgan
বলিউড স্টার অজয় দেবগনছবি: AP

বলিউডে এর আগে কার্টুন ছবি জনপ্রিয় করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ ‘তানপুর কা সুপার হিরো'-র নাম পরবর্তীতে টুনটাউন সুপার হিরো করা হয়েছে৷ এতে অভিনয় করেছেন বলিউডের দুই স্টার অজয় দেবগন ও তাঁর স্ত্রী কাজল৷ বাস্তব জীবনে এই জুটির কার্টুন চরিত্রে রূপদান মনে করিয়ে দেয় ১৯৮৮ সালের অস্কার জয়ী চলচ্চিত্র ‘হু ফেমড রজার ব়্যাবিট'-এর কথা৷

Flash-Galerie Toonpur ka Superhero 10
‘তানপুর কা সুপার হিরো’ ছবিতে অজয় এবং স্ত্রী কাজলছবি: Eros International

শুক্রবার অর্থাৎ বড়দিনের সন্ধ্যায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি৷ বিশ্লেষকরা বলছেন, ছবিটি যদি বক্স অফিস সফলতা নিয়ে আসে তাহলে, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরির জন্যে আরো অনেক স্টুডিওর প্রয়োজন হবে৷ অ্যানিমেশন রিপোর্টার ম্যাগাজিনের অ্যান্ড্রু গনসালভেজ বলেছেন, ‘‘বলিউডের প্রথম সারির অভিনেতাদের অ্যানিমেশন চলচ্চিত্র তৈরির দিকে ঝুঁকে পড়া এই শিল্পকে শক্তিশালী করবে৷'' তিনি বলেন, ‘‘অনেক প্রকল্প যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে এই উদ্যোগ শিল্পকে সহায়তা করবে৷''

Flash-Galerie Toonpur ka Superhero 8
বলিউডে এর আগে কিন্তু কার্টুন ছবি জনপ্রিয় করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছেছবি: Eros International

ছোট বাজেটের ছবি ‘হনুমান'-এর সফলতা এই প্রকল্পের সম্ভবনাকে বাড়িয়ে দেয়৷ তারই পরিপ্রেক্ষিতে তৈরি করা হয় ‘হনুমান টু'৷ যা ২০০৮ সালে মুক্তি পায়৷ প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্রের বিশালায়তন ডিজনি স্টুডিওতে বলিউড স্টারদের অভিনয়ে নির্মিত হয় পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ছবি ‘রোডসাইড রোমিও'৷ কিন্তু এই দুটি ছবি খুব একটা সফল হয়নি৷

Ajay Devgan, Kajol
এই জুটির কার্টুন চরিত্রে রূপদান মনে করিয়ে দেয় অস্কার জয়ী চলচ্চিত্র ‘হু ফেমড রজার ব়্যাবিট'-এর কথাছবি: Eros International

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক