1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলসোনারোর দেহরক্ষীর হাতে আক্রান্ত সাংবাদিকরা

১ নভেম্বর ২০২১

রোমের রাস্তায় ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর দেহরক্ষীদের হাতে আক্রান্ত ও নিগৃহীত সাংবাদিকরা।

https://p.dw.com/p/42PyH
বলসোনারোর দেহরক্ষীরা ব্রাজিলিয়ান না ইটালির তা জানা যায়নি। ছবি: Maurizio Brambatti Bt/ANSA/picture alliance

বলসোনারোর সঙ্গে ব্রাজিলের সাংবাদিকদের সম্পর্ক খুবই খারাপ। দীর্ঘদিন ধরে তিনি অভিযোগ করছেন, সংবাদিকরা তার বিরুদ্ধে মিথ্যা খবর লিখছেন এবং অন্যায্য ব্যবহার করছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট এখন রোম সফরে গেছেন। তিনি রাস্তায় নেমে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। তখনই তার দেহরক্ষীরা সাংবাদিকদের পেটান। তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন। রোববার এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।

বলসোনারোর সমর্থকরা দেশের ফুটবল টিমের জার্সি পরেছিলেন। আর প্রেসিডেন্ট তাদের সঙ্গে সেলফি তুলছিলেন।

ফোন কেড়ে নেয়া হলো

সাংবাদিকদের রেকর্ড করা ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টের দেহরক্ষীরা সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন। তাদের ঠেলে সরিয়ে দিচ্ছেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ইউওএল-এর সাংবাদিক জামালের ফোন কেড়ে নিচ্ছেন দেহরক্ষীরা। আর প্রেসিডেন্টের সমর্থকরা সাংবাদিকদের গালাগালি করছেন।

একজন দেহরক্ষী জামালের হাত মুচড়ে দেন ও ফোন কেড়ে নেন। তার অপরাধ ছিল, তিনি ফোনে এই ঘটনার রেকর্ডিং করছিলেন।

যখন অন্য সাংবাদিকরা প্রতিবাদ জানান, তখন ওই দেহরক্ষী ফোনটা মাটিতে আছড়ে ফেলে দেন।

পেটে ঘুষি

টিভি গ্লোবোর সাংবাদিক লিওনার্দো মন্তেরিওর পেটে ঘুষি মারা হয় ও তাকে ধাক্কা মারা হয়। তিনি বলসোনারোকে প্রশ্ন করেছিলেন, কেন তিনি জি২০ বৈঠকে যোগ দেননি? টিভি গ্লোবো একটি বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনার তীব্র নিন্দা করছে। কারা দায়ী তা খতিয়ে দেখার দাবিও জানানো হয়েছে।

এই দেহরক্ষীরা সাধারণ পোশাকে ছিলেন, তাই তারা ব্রাজিলিয়ান না ইটালিয়ান তা জানা যায়নি।

পুলিশের কাছে

ব্রাজিলের একটি দৈনিকের সাংবাদিক অ্যানা এস্তেলা ডিসুজা বলেছেন, তাকে ধাক্কা মারা হয়েছে, অভদ্র ব্যবহার করা হয়েছে। এটা মেনে নেয়া যায় না। তারা পুলিশের কাছে অভিযোগ জানাবেন। তিনি ২০ বছর ধরে রাষ্ট্রপ্রধানদের সফর কভার করছেন, কিন্তু কখনো তার এরকম অভিজ্ঞতা হয়নি।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)