বরুণ গান্ধীকে প্রার্থী করবেন না: নির্বাচন কমিশন
২৩ মার্চ ২০০৯বরুণ গান্ধীকে যাতে নির্বাচনে প্রার্থী করা না হয়, তার জন্য বিজেপিকে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে৷
নির্বাচন কমিশনের এই রায়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি-র সাধারণ সম্পাদক অরুণ জেটলি বলেছেন, দল কাকে প্রার্থী করবে বা করবে না, সেটা বলার অধিকার নির্বাচন কমিশনের নেই৷বরং নির্বাচন কমিশনের উচিত হবে অন্যান্য দলের যেসব প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তারা যাতে ভোটে দাঁড়াতে না পারে , সেদিকে দৃষ্টি দেয়া৷
ভারতের সংবিধানের ১০২ ধারায় বলা আচে যে, কেউ যদি আদালতে অপরাধী সাব্যস্ত হয়ে তিন বছর বা তার বেশি জেল খাটে, তাহলে তাঁর প্রার্থীপদ খারিজ হয়ে যেতে পারে৷ বিজেপি নেতা বলেন, বরুণ গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত দেয়া হয় নি, তাই তাঁকে প্রার্থী না করার জন্য নির্বাচন কমিশন বলতে পারে না৷
বরুণ গান্ধী নিজে নির্বাচন কমিশনের রায়কে চটজলদি ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন৷ তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে অভিয়োগের প্রামাণ্যতা যাচাই করা হয় নি৷
অন্যান্য রাজনৈতিক দলগুলি অবশ্য নির্বাচন কমিশনের রায়কে স্বাগত জানিয়েছেন৷ অন্যদিকে সোমবার সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ প্রথম দফায় ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১২৪টি আসনে ভোট হবে ১৬ এপ্রিল৷ মোট ৫৪৩টি সংসদীয় আসনে ভোট হবে পাঁচ দফায়৷ ভোটদাতাদের মোট সংখ্যা ৭১ কোটি ৪০ লাখ৷
প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক