বরখাস্ত করা হচ্ছে এয়ার ইন্ডিয়ার ৩০০ জন ধর্মঘটি পাইলটকে
১১ জুন ২০১২রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘটের ৩৫ দিনেও অচলাবস্থা অব্যাহত৷ সমাধানের লক্ষণ দেখা যাচ্ছেনা, বরং সমস্যা জটিল হচ্ছে৷ এয়ার ইন্ডিয়ার পরিচালন কর্তৃপক্ষের মনোভাব ক্রমশই কঠোর হচ্ছে৷ ধর্মঘটের হোতা এয়ার ইন্ডিয়া পাইলট গিল্ডের সদস্য আরো ৩০০ জন পাইলটকে বরখাস্ত করা হচ্ছে৷ শীঘ্রই তাঁদের নোটিশ পাঠানো হচ্ছে৷ এর আগে ১০০ জন ধর্মঘটি পাইলটকে বরখাস্ত করা হয়৷ পাইলট গিল্ড'এর বিরুদ্ধে শ্রম আদালতে যাবার কথা বলেছে৷
তাঁদের জায়গায় নতুন পাইলট নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে দেশে বিদেশে৷ কতজন পাইলট প্রকৃতপক্ষে দরকার, তা স্থির করতে গঠন করা হয় এক কমিটি৷ পরিচালন কর্তৃপক্ষের মতে প্রয়োজনের চেয়ে বেশি পাইলট ছিল৷ নতুন পাইলট নিয়োগের ব্যাপারে এই কমিটি কর্তৃপক্ষকে পরামর্শ দেবেন৷ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ মনে করেন, অনেকদিন অপেক্ষা করা হলো আর নয়৷ পাইলটদের কাজে যোগ দেবার ইচ্ছা নেই৷
বেসামরিক বিমান চলাচলমন্ত্রী অজিত সিং বলেন, কীভাবে ধর্মঘটের মোকাবিলা করা হবে, তার জন্য ব্যবস্থা নেবে পরিচালন কর্তৃপক্ষ৷ তবে পাইলটদের বসিয়ে মাইনে দেয়া যেতে পারেনা৷ দিল্লি হাইকোর্ট ধর্মঘট বেআইনি ঘোষণা করা সত্বেও, তাঁরা আদালতের আদেশ পর্যন্ত মানছেনা৷ তিনি বলেন, প্রথমে আমরা দেশের ভেতর থেকে ১০০ জন পাইলটকে নিয়োগ করবো৷ পরে দেশের পাইলটদেরই ট্রেনিং দিয়ে আন্তর্জাতিক রুটে লাগাব৷
উল্লেখ্য, অভ্যন্তরিন বিমান সংস্থা ইন্ডয়ান এয়ারলাইনসকে এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশিয়ে দেবার পর থেকে গন্ডগোলের সূত্রপাত৷ এয়ার ইন্ডিয়া শীঘ্রই বোয়িং কোম্পানির সর্বাধুনিক ৮৭৮ ড্রিমলাইন হাতে পাচ্ছে৷ তারজন্য বিশেষ প্রশিক্ষণ নিতে যেসব পাইলটকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে, তার বেশির ভাগ পাইলট ছিল ইন্ডিয়ান এয়ারলাইনসের৷ এখানেই এয়ার ইন্ডিয়ার পাইলটদের আপত্তি৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ