1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বব্স মনোনয়ন

২৮ ফেব্রুয়ারি ২০১২

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার মনোনয়ন পর্ব চলছে এখন৷ ইতিমধ্যে বাংলাভাষাসহ বিশ্বের বিভিন্ন ভাষার ব্লগ প্রতিযোগিতায় জমা পড়ছে৷ এই নিয়ে চলছে নানামুখী আলোচনা৷ ব্লগ মনোনয়ন চলবে ১৩ মার্চ পর্যন্ত৷

https://p.dw.com/p/14B2A
BOBs 2012, Banner für Pictureteaser, vorschlagen Englisch

ডিডাব্লিউ'র সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা'র মনোনয়ন গ্রহণ পর্ব চলছে এখন৷ বাংলা ব্লগাররা মনোনয়ন জমা দিতে পারবেন ফেসবুক, টুইটারসহ আরো কয়েকটি সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করে৷ নতুন সাইটে খুব সহজেই ব্লগ মনোনয়ন জমা দেওয়া যাবে৷ ঠিকানা: thebobs.com/bengali

বব্স'এর ওয়েবসাইটের বাংলা সংস্করণে এই প্রতিযোগিতা সম্পর্কে বিভিন্ন তথ্যও যোগ করা হয়েছে বাংলা ভাষায়৷ এছাড়া প্রতিযোগিতা সম্পর্কে সর্বশেষ যেকোন তথ্যও থাকছে ওয়েবসাইটে৷

বব্স'এর প্রতিযোগিতায় ১১টি ভাষার ওয়েবসাইট মনোনয়ন দেওয়া যাচ্ছে৷ ভাষাগুলো হচ্ছে আরবি, বাংলা, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রাশিয়ান এবং স্প্যানিশ৷ বাংলাদেশ বা ভারতের ইংরেজি কিংবা অন্য ভাষার ব্লগগুলো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে৷ ব্লগ মনোনয়ন চলবে ১৩ মার্চ পর্যন্ত৷

চলতি বছর বব্স'এর জুরি মণ্ডলীর খানিকটা পরিবর্তন করা হয়েছে৷ তবে আলাদা আলাদাভাবে ‘ইউজার প্রাইজ' এবং ‘জুরি অ্যাওয়ার্ড' থাকছে আগের মতোই৷ আসলে অনলাইন ভোটাভুটি এবং জুরি'র বাছাইয়ের মাধ্যমে বিজয়ী নির্ধারণের এই প্রক্রিয়া এটাই নিশ্চিত করে যে, বব্স সেরা ব্লগ, ওয়েবসাইট এবং ক্যাম্পেইনগুলোকেই সম্মাননা প্রদান করছে৷ এবং এটা শুধুমাত্র অনলাইন জনপ্রিয়তার ভিত্তিতে নির্ধারিত কোন প্রতিযোগিতা নয়৷ এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে বব্স'এর ওয়েবসাইটে৷

Mr. Shahidul Alam, Founder and Managing Director of Drik, a photographic institute in Bangladesh. Schlagworte: Bangladesh, photography, Shahidul Alam, Drik
বব্স এর অষ্টম আসরে বাংলা ভাষার জুরি প্রখ্যাত আলোকচিত্রী এবং ব্লগার ড. শহীদুল আলমছবি: Harun Or Rashid Swapan

চলতি বছরের প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণে জুরি বৈঠক বসবে জার্মানির রাজধানী বার্লিনে৷ বিভিন্ন ভাষার বিচারকরা বার্লিন বৈঠকে আলোচনা, নিজেদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্ধারণ করবেন৷ বব্স এর অষ্টম আসরে বাংলা ভাষার জুরি প্রখ্যাত আলোকচিত্রী এবং ব্লগার ড. শহীদুল আলম৷ চলতি আসর সম্পর্কে তিনি বলেন, ‘‘যেহেতু বাংলা ব্লগিংয়ের সুযোগ রয়েছে এবং এই বিষয়ে একটা বিশেষ পুরস্কারের সুযোগ রয়েছে, এই সুযোগটা কাজে লাগানো অবশ্যই দরকার৷ আমি আশা করব শুধু বাংলাদেশে নয়, বাংলা ভাষায় যতজন ব্লগিং করেন, তারা সকলেই কোন না কোনভাবে এটায় অংশগ্রহণ করবেন৷ এবং শুধু অংশগ্রহণই করবেন না, অন্যান্যদেরকে এটা সম্পর্কে জানাবেন৷ এটার ভিত্তিতে আমার মনে হয়, আমরা যে ব্লগিংয়ে এতটা সক্রিয়, সেটা জানানো যাবে''৷

গতবারের মত এবারও ব্লগ প্রতিযোগিতায় রয়েছে ১৭টি বিভাগ৷ এরমধ্যে ছয়টি বিভাগ মিশ্র ক্যাটেগরি, মানে এক্ষেত্রে প্রতিযোগিতা হবে বিভিন্ন ভাষার ব্লগের মধ্যে৷ আর ১১টি বিভাগ থাকছে ভাষাভিত্তিক এবং এক্ষেত্রে বিজয়ী নির্ধারণ করা হবে অনলাইন ভোটিং'এর মাধ্যমে৷ এবার স্পেশাল টপিক অ্যাওয়ার্ড'এর বিষয় হচ্ছে সংস্কৃতি এবং জনশিক্ষা৷ ২০১২ সালের গ্লোবাল মিডিয়া ফোরামের থিমও এটি৷ তবে অন্যান্য বিষয়, যেগুলো গত বছরও ছিল, সেগুলো এবারও থাকছে৷

২০১১ সালে ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় বাংলা ভাষায় সেরা ব্লগ নির্বাচিত হয় আরিফ জেবতিক'এর ব্লগ৷ ব্লগ প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, ‘‘বব্স প্রতিযোগিতা ব্লগিং জগতে চমৎকার উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, সবাইকে এই প্রতিযোগিতার দিকে আগ্রহী করে তুলেছে৷ এটা ভালো ব্লগার তৈরিতে ভূমিকা রাখছে''৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য