1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বব্স-এ আধিপত্য ধরে রেখেছে বাংলা ব্লগ

৪ এপ্রিল ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার একাধিক বিভাগে সেরা অবস্থান ধরে রেখেছে বাংলা ব্লগ৷ ব্যবহারকারীদের ভোটে এই মুহূর্তে সেরা ব্লগ বিভাগে শীর্ষে আছে সাবরিনা সুলতানার ব্লগ৷ এই ব্লগের পক্ষে ভোট ৪০ শতাংশ৷

https://p.dw.com/p/10nBu
সেরা ব্লগ বিভাগে ইউজার ভোটে শীর্ষে আছে সাবরিনা সুলতানা’র ব্লগছবি: Sabrina Sultana

ডয়চে ভেলের এই প্রতিযোগিতার ভোটাভুটির শুরুর দিকেই সেরার আসন দখল করে নেয় আদিবাসী বাংলা ব্লগ৷ আজ পর্যন্ত সেই অবস্থা অপরিবর্তিত রয়েছে, বর্তমানে ব্লগটির পক্ষে ভোট রয়েছে ৪১ শতাংশ৷ এছাড়া, অমি রহমান পিয়াল এবং আবু সুফিয়ান এর ব্লগও আলাদা আলাদা বিভাগে সেরা অবস্থানে রয়েছে৷ বাংলা ব্লগের এই অবস্থান ধরে রাখতে নিয়মিত ভোট দিন৷

ভোট দিতে ভিজিট করুন thebobs.com ওয়েবসাইট৷ এরপর সেখানে লগ ইন করুন ফেসবুক বা টুইটার আইডি দিয়ে৷ সাইটটির ‘‘ইন দ্য ক্যাটেগরি'' ঘরে পছন্দের বিভাগ নির্বাচন করুন এবং ‘‘আই ভোট ফর'' ঘরে বাংলা ব্লগারদের খুঁজে নিন৷ ঠিকঠাক বাছাইয়ের পর চেপে দিন ভোট বোতাম৷ এই প্রতিযোগিতায় ২৪ ঘন্টা অন্তর আগামী ১১ই এপ্রিল পর্যন্ত ব্লগারদের ভোট দেওয়া যাবে৷

Flash-Galerie DW Best of Blog Bengali nominees
প্রতিযোগিতায় মেহদী হাসান খান এর ব্লগ এখনো খানিকটা পিছিয়ে রয়েছেছবি: screenshot

বলাবাহুল্য, ডয়চে ভেলের এই প্রতিযোগিতার ১৭টি বিভাগে ব্যবহারকারীদের ভোটে শীর্ষে অবস্থানকারী ব্লগগুলোকে ‘ইউজার প্রাইজ' বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে৷ আলাদা এবং স্বাধীনভাবে বিচারকদের বিবেচনায় ছয়টি বিশেষ বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড' প্রদান করা হবে৷ বাংলা ভাষার পক্ষে বিচারক হিসেবে আছেন রেজওয়ানুল ইসলাম৷

এবারের ছয়টি বিশেষ বিভাগ হচ্ছে বেস্ট ব্লগ, বেস্ট ইউজ অফ টেকনোলজি ফর সোশ্যাল গুড, বেস্ট সোশ্যাল এক্টিভিজম ক্যাম্পেইন, রিপোটার্স উইদআউট বডার্স অ্যাওয়ার্ড, স্পেশাল টপিক অ্যাওয়ার্ড হিউম্যান রাইটস এবং বেস্ট ভিডিও চ্যানেল৷ এসব বিভাগে ব্যবহারকারীর ভোটে ইতিমধ্যেই ব্যাপক সাফল্য দেখেয়েছে বাংলা ব্লগগুলো৷ আলাদ আলাদা বিভাগে এই ব্লগগুলো লড়ছে একই ধরনের আরো দশটি ভাষার ব্লগের সঙ্গে৷

উল্লেখ্য, গত বছর থেকে ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় বাংলা ভাষা অন্তর্ভুক্ত করা হয়৷ সেবছর বাংলা ভাষার পক্ষে বিচারক ছিলেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷ গতবারের প্রতিযোগিতার সেরা বাংলা ব্লগ বিভাগে ‘ইউজার প্রাইজ' এবং ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করে আলী মাহমেদ এর ব্লগ৷ তবে, সেবার অন্য কোন বিভাগে বাংলা ব্লগ বিশেষ সুবিধা করতে পারেনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ