তা এবার এক মাস আগে যখন বন্যা হয়ে গেছে, তখন যতই বৃষ্টি বাদলা হোক, আবহাওয়া অফিস যতই ভয় ধরানো পূর্বাভাস শোনাক, আমরা ধরেছিলাম বন্যা তো বছরে একবার হওয়ার নিয়ম৷ এ বছরের হিসাব চুকিয়েছে৷ আবার এ নিয়ে কথা কেন?
এবার আসলে অন্যথা হলো৷ এমনই যে দেশের একটা বিভাগীয় শহর ডুবে আছে প্রায় এক সপ্তাহ ধরে, একদিন তো প্রায় বিশ্ব ভূগোলের বাইরেই চলে গিযেছিল৷ ইন্টারনেট নেটওয়ার্ক নেই, বিদ্যুৎ নেই, পৃথিবীর সঙ্গে যোগাযোগহীন হয়ে এই যুগে থাকা আর না থাকা তো এক কথাই৷ এই যোগাযোগের যুগে এ-ও সম্ভব৷ বন্যার শক্তি আছে জানতাম৷ তবে এতটা যে বহুকাল দেখা হয়নি৷ যদিও অবিশ্বাস্য রকম ক্ষতিতে পড়ে সিলেট হাঁসফাঁস করছে, কিন্তু সব মন্দেরই এক-আধটা সুবিধার দিক থাকে৷ সিলেটের মানুষের প্রতি অকৃত্রিম সহানুভূতি জানিয়েও বলছি, সিলেট শহর এভাবে আক্রান্ত হয়েছে বলেই বন্যা নিয়ে এত কথা হচ্ছে৷ এত আলোচনা৷ শুদ্ধিকরণের শত চিন্তা৷ নইলে প্রত্যন্ত এলাকা, সিলেটের নীচু এলাকা প্রতি বছর বর্ষার সময় তো এভাবেই ডুবে যায়৷ আমরা খবরটা শুনি হয়ত, তারপর এক-আধটু উহ-আহ৷ আমাদের নির্ধারিত সভ্যতার নীচের লাইনের লোকদের জন্য আমাদের অতটুকুই বরাদ্দ সাধারণত৷ সেই লাইনটা টপকে বন্যার পানি উপরে চলে এলো৷ ডোবাডুবির বেলায় বাছবিচার হলো না৷ নীচুদের সঙ্গে উঁচুদের ডোবার এই সাম্যবাদিতায় এখন সবাই নড়ে চড়ে বসেছি৷ বন্যা যে কিছু মানুষের বাৎসরিক দুঃখের রুটিন নয়, বরং সামগ্রিক দুশ্চিন্তার বিষয়- সেই বোধটা জাতীয়ভাবেই তৈরি হয়েছে৷
আবার কারণও কি দুঃখ সীমানার উপরে থাকা মানুষের যথেচ্ছাচার নয়! উন্নয়ন শব্দটা এমন বুলেটশক্তির হয়েছে যে, এটা দিয়ে অনেক অযুক্তির পিঠেও যুক্তির লেবাস পরিয়ে দেয়া যায়৷ উন্নয়নের জোয়ার বইছে৷ গাছ-বন উজাড় হচ্ছে৷ অসহায় প্রকৃতির অদেখা কান্নাকে অগ্রাহ্য করে গড়ে উঠছে নাগরিকতা৷ বিদ্ধ হয়ে সে অপেক্ষা করে৷ সময়মতো এভাবেই প্রতিশোধ নেয়৷ প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কহীনতার ছবিও এসব প্রাকৃতিক বিপর্যয়৷
সমস্যা হলো, এগুলোকে আবার সরলীকরণ করে ফেলা হয়৷ রাজনীতির অঙ্কও চলতে থাকে৷ নিজেদের দ্বিচারিতাও দায়ী৷ এক বন্ধুকে কয়েক মাস আগে দেখলাম, ইটনার রাস্তায় গিয়ে ফেসবুক ভাসিয়ে দিয়ে লিখেছে, ‘‘দেখে মনে হয়, বাংলাদেশ নয়, ভেনিসে আছি৷’’ তারপর যে বা যারা এটা করেছে, তাদের প্রশংসা করতে করতে শব্দ প্রায় শেষ করে থেমেছে৷ বন্যার সময় আবার তার জ্বালাময়ী ফেসবুক স্ট্যাটাস৷ সেই রাস্তার ছবি দিয়ে লিখেছে, যে বা যারা প্রকৃতির বুক চিড়েছে এই বন্যা হচ্ছে তাদের প্রতি প্রকৃতির নিষ্ঠুর উপহার৷ এবং সত্যি বললে, এই দ্বিমুখিতায় সে একা নয়৷ যে মানুষ, উন্নতি-উন্নয়নের জন্য পাহাড়-জঙ্গল কাটাকে হাততালি দেয়, সে-ই একটুখানি বিপর্যয় দেখলে বলে, বলেছিলাম না...৷ প্রকৃতি বদলা নেবেই৷ উন্নয়নপ্রেমীই নিমিষে প্রকৃতিপ্রেমী৷ সত্যি বললে, দুটোরই দরকার৷ দরকার দুটোর সমন্বয়৷ সুসম্পর্ক৷
প্রথমে মূল যে বিভ্রান্তি সেটা নিয়ে দুটো কথা বলি৷ হাওরের যে অনিন্দ্যসুন্দর রাস্তাটা সত্যিই নীচু ভূমির মানুষকে সংযুক্ত করেছে মূল ধারার সঙ্গে, সেটাকে আসামির খাতায় সরাসরি দাঁড় করানো অন্যায়৷ মেঠো সমালোচনা ছাপিয়ে একটু গভীরে গেলে দেখা যাচ্ছে, এই রাস্তাটা সরাসরি বাধা নয়৷ পানি আটকে রাখার কোনো তথ্য-প্রমাণ নেই৷ বরং নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা সরাসরি তথ্য-উপাত্ত দিয়ে দেখাচ্ছেন এই রাস্তায় পানির প্রবাহ আটকাচ্ছে না মোটেও৷ অন্য কোনো গবেষণা না পাওয়া পর্যন্ত এতে বিশ্বাস রাখি৷ কিন্তু এই নির্দিষ্ট রাস্তা বা রাজনৈতিক অঙ্ক থেকে সরকারি সব প্রচেষ্টাকে দোষারোপ না করে বাস্তবতা বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি একটু৷ দেখবো প্রকৃতির খেয়াল আর মানুষের বেখেয়াল মিলে তৈরি হওয়া ফাঁদটা এখন অনেক বিস্তৃত৷
প্রথমত, সিলেট অঞ্চল মানচিত্রগতভাবে আলাদা হয়ে বাংলাদেশে যুক্ত হলেও, এটা একসময় আসামের অংশ ছিল৷ ভূপ্রকৃতিগতভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে একীভতূ প্রায়৷ ভারতের সেই অঞ্চল মারাত্মক রকম বৃষ্টিপ্রবণ৷ সিলেটও কাছাকাছি৷ এখন বর্ষা মৌসুমে ভারতে বৃষ্টিপাত হলে সে-ই পাহাড়ি ঢল নেমে আসে সিলেটের দিকে৷ সঙ্গে যোগ হয় সিলেটের নিজস্ব বর্ষা মৌসুমের বৃষ্টিও৷ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার ভারতের সেই অংশে অবিশ্বাস্যরকম বৃষ্টি হয়েছে৷ আবার ভারতের এই অঞ্চলে গত কয়েক দশক ধরে নানারকম বাঁধ-সংস্কার ইত্যাদি কারণে বনাঞ্চল কাটা হচ্ছে নির্বিচারে৷ ফলে, সেখান থেকে পানি গড়িয়ে আসে খুব দ্রুত৷ বনাঞ্চল বেশি হলে পানি নামে আস্তে, বন উজাড় হয়ে পানি নামছে দ্রুত৷ আবার বন কমে যাওয়াতে সেখানে পাহাড়ধ্বসও হয় প্রচুর, তাতে পলি জমে গিয়ে নদ-নদীর নাব্য কমে যায়৷ ফলে পানি নেমে আসে দ্রুত, আবার যাওয়ার পথে পলি আর নাব্য কমে যাওয়ার বাধা৷ আবার এই অঞ্চলে, মানে সিলেট অঞ্চলে এলে সেখানেও বন উজাড় করা, জলাশয়-খাল বিল ভরাট করার আয়োজন চলছে বাংলাদেশের নিয়মে৷ ফলে, এখানেও বাধা৷ তাই যে পথ দিয়ে এই পানি এসে মেঘনা অববাহিকা হয়ে বঙ্গোপসাগরে যাওয়ার কথা, সেই পথ আটকে আছে বলে সেটা উপচে গিয়ে বইয়ে দেয় এমন বিনাশী বন্যা৷ বিশেষজ্ঞরা বলছেন, এমনকি মেঘনায় তৈরি হওয়া কয়েকটি সেতুও দায়ী৷ রেল বা সড়ক সেতুর জন্য নদী শাসন হয়, আবার পিলারের কারণে পলি জমে, চর তৈরি হয়, পানি পথে তৈরি হয় বাধা৷ আর তাই, পুরো বিষয়টা ঠিক একজন-দুজনের দায় নয়৷ এবং একদিন-দুই দিনে সমাধানের বিষয়ও নয়৷ ভয়ঙ্কর কথা হলো, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি বাড়বে৷ আমাদের প্রকৃতির স্বাভাবিকতাকে আক্রান্ত করে তৈরি হতে চলা নির্মাণ কাজও থামবে না৷ ফলে, আগামী কয়েক বছরের জন্য এটাই বোধহয় হতে চলেছে স্বাভাবিকতা৷ পরিত্রানের জন্য দীর্ঘমেয়াদী চিন্তা আর পরিকল্পনা দরকার৷ এবং শুধু বাংলাদেশ চাইলেই হবে না৷ ভারতের বৃষ্টির পানি বাংলাদেশে আসাকে তো ভিসা-ইমিগ্রেশন দিয়ে আটকানো যাবে না, যেমন অভিন্ন নদীগুলোর বেশিরভাগেরই উৎপত্তিস্থল ভারত বলে তাদের সঙ্গে সমন্বয়ও জরুরি৷ পানি আর পলি কূটনীতির কথা এই বন্যায় সামনে আসা নতুন সমীকরণ৷ সেটা মেলাতে হবে৷
অন্য দেশ চলবে তাদের নিয়মে৷ সেখানে নিজেদের মতো কিছু করা যে কঠিন তা তো আমরা খুব ভালো জানি৷ সেই চাপ চালু রেখে নিজেদের দিকটায় মন দিতে হবে৷ আগামী বছরও মেঘালয়-আসামে বৃষ্টি হবে, বাংলাদেশে গড়াবে, কিন্তু এরপর যেন দ্রুত সরানোর ব্যবস্থা করা যায় তার জন্য প্রকৃতি আর উন্নতির একটা ভারসাম্য আনতে হবে৷ সেতু করতে হবে৷ না হলে জীবন এগোবে না৷ রাস্তা বানাতে হবে৷ নইলে পিছিয়ে পড়ারা পিছিয়েই থাকবে৷ কিন্তু দুটোর কোনোটাতেই পাগুলে হওয়া যাবে না৷ উন্নয়নের স্লোগানে মাতোয়ারা হয়ে মূলটা ভুললে চলবে না, আবার ‘প্রকতি বাঁচাও, বাঁচাও’ বলে সব রুদ্ধ করে ঘরে দরজা আটকে বসেও থাকা যাবে না৷ প্রকৃতির কাছ থেকে নিতে হবে৷ কিন্তু তাকে ভালোও বাসতে হবে৷
অনেক বছর আগে এক রাতে বৃষ্টি হচ্ছে৷ এক সহকর্মী দেখে প্রায় আত্মহারা হয়ে বললেন, ‘‘উফ আজ যে ঘুমটা হবে না!’’ পাশে দাঁড়ানো ছিলেন অফিসেরই নীচু পর্যায়ের একজন কর্মী৷ তিনি কথাটা শুনে বিষণ্ণ গলায় বললেন, ‘‘আমিও বৃষ্টির কথাই ভাবছি৷ ঘরের টিন ছিদ্র হয়ে গেছে, পানি পড়ে খুব৷ কীভাবে যে ঘুমাবো!’’
প্রথমজন স্তব্ধ হয়ে গেলেন৷ স্তব্ধ সবাই৷
মন খারাপ হয়ে গেল৷ গল্পটা বললাম, মন খারাপ করাতে নয়৷ বোঝাতে৷ প্রত্যেক গল্পেরই দুটো দিক আছে৷ আমরা শুধু একদিক দেখি৷ নিজেদের জায়গা থেকে৷ দেখতে হবে দুই দিক বা সবদিক থেকে৷ তাহলেই শুধু সমাধান৷
প্রকৃতিকে জয় করে এগোলে আবার পেছাতে হয়৷ প্রকৃতিকে সঙ্গে করে চললে সেটাই আসলে প্রকৃত জয়৷
এবারের বন্যা শিশুপাঠ্যের মতো সহজ করে এই শিক্ষা দিলো৷ নিলে রক্ষা৷ নইলে পরের ধাক্কার অপেক্ষা৷