বন্যার ছোবল বাড়ছে
বন্যার কারণে বাংলাদেশের ১৫ জেলার অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন৷ আগামী এক সপ্তাহের মধ্যে পানি কমতে শুরু করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা৷
পানিবন্দি ১৫ জেলার মানুষ
টানা নয় দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন৷ প্রতিদিনই বাড়ছে নতুন নতুন দুর্গত এলাকা৷ এ পর্যন্ত ১৫ জেলার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন৷
বিপৎসীমার উপরে ১৪ নদীর পানি
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া ডয়চে ভেলেকে বলেন, সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, পুরাতন সুরমা, সোমেশ্বরী, কংস, ধরলা, তিস্তা, ঘাগট, ব্রহ্মপুত্র, যমুনা ও সাঙ্গু - এই ১৪টি নদীর পানি সোমবার ২৬টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ সুরমা ও কুশিয়ারা ছাড়া দেশের সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে৷
আশঙ্কা
বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়তে পারে৷ মঙ্গলবার সকালের মধ্যে ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে৷ সেইসঙ্গে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে৷ তবে, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি না হলেও সেখানে বন্যার মাত্রা আপাতত কম থাকবে৷
আরও এক সপ্তাহ
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া বলছেন, আগামী এক সপ্তাহের মধ্যে পানি কমতে শুরু করবে৷ তবে মধ্যাঞ্চল নতুন করে প্লাবিত হতে পারে৷ মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও রাজবাড়ি জেলার অনেক এলাকা নতুন করে প্লাবিত হতে পারে৷
সংকটে নিম্নবিত্তের মানুষ
দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও জীবনরক্ষাকারী ওষুধের তীব্র সংকট তৈরি হয়েছে৷ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নবিত্ত মানুষেরা৷ দুর্গত এলাকার অনেকে ঘর-বাড়ি ছেড়ে উঁচু বাঁধের উপরে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন৷
জলাবদ্ধতা
বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরসহ অনেক বড় শহরে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে৷ বিভিন্ন সড়ক ও মহাসড়ক পানিতে ডুবে গিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে৷
নেই পর্যাপ্ত ত্রাণ
স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি ত্রাণ কিছু এলাকায় পৌঁছানোর খবর পাওয়া গেলেও বেশিরভাগ দুর্গত এলাকাতেই ত্রাণ সামগ্রী পৌঁছায়নি৷ পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় মানুষের মাঝে হাহাকার দেখা দিয়েছে৷