1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ধু খোঁজার নতুন উপায়

২ ফেব্রুয়ারি ২০১৪

ধরুন আপনি কোথাও গেলেন৷ সেখানে আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ আছে কিনা সেটা বলে দেবে আপনার কাছে থাকা স্মার্টফোন৷ এর জন্য শুধু দরকার একটি ‘অ্যাপ’৷ নাম – ‘সোশ্যালরাডার’৷

https://p.dw.com/p/1B1Bm
ছবি: picture alliance/Denkou Images

এই অ্যাপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য ও লোকেশনের ডাটা সমন্বয় করে কাজ করে৷ ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফোরস্কয়ার ও গুগল+ এর তথ্য ব্যবহার করে সোশ্যালরাডার

স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করে আপনি কোনো রেস্তরাঁয় ঢুকলে ফোনেই আপনি জানতে পারবেন সেখানে আপনার কোনো বন্ধু বা বন্ধুর বন্ধু আছে কিনা, অর্থাৎ আপনার সঙ্গে যে-কোনো ভাবে ‘কানেকটেড' কেউ আছে কিনা৷ যদি থাকে, তাহলে ঠিক কতখানি দূরে আছে তাও বলে দেবে স্মার্টফোন৷

কয়েকশো মিটার থেকে কয়েক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অ্যাপটি কাজ করতে পারে৷ ফলে নতুন কোনো দেশের কোথাও গেলে সেখানে আপনার আশেপাশে আপনার ভাষায় কথা বলা কারও উপস্থিতি আছে কিনা তা জানা যেতে পারে এই অ্যাপের মাধ্যমে৷

শিক্ষা বিষয়ক সফটওয়্যার ব্ল্যাকবোর্ড-এর প্রতিষ্ঠাতা মাইকেল চেজেন এই অ্যাপটি তৈরি করেছেন৷ তিনি বলেন, অ্যাপ ডেভলপের সময় গোপনীয়তা বিষয়টির প্রতি সবচেয়ে বেশি নজর দেয়া হয়েছে৷ ফলে গোপনীয়তা নিয়ন্ত্রণ করার ব্যাপারটি ব্যবহারকারীর হাতেই থাকবে৷ চাইলে তিনি নিজেকে ‘ইনভিজিবল' করে রাখতে পারেন৷ কিংবা শুধু নিজের বন্ধুরাই খুঁজে পাবে, তেমন ব্যবস্থা করতে পারেন৷

বর্তমানে অ্যাপটি উত্তর অ্যামেরিকার আইফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন৷ অ্যান্ডরয়েড স্মার্টফোন আর অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য অ্যাপটি ডেভলপের কাজ চলছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য