বদি চান ইয়াবার ‘গজব' থেকে মুক্তি
২৮ জানুয়ারি ২০১৯বদি বলেন, ‘‘আমাদের একটি মাত্র কলঙ্ক, সেটা হচ্ছে ইয়াবা৷ এই ইয়াবার কারণে এত বদনাম৷'' কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনকে ইয়াবামুক্ত করতে আলেম ওলামাদের সহযোগিতা চান তিনি৷
কক্সবাজারের টেকনাফে শনিবার দুপুরে এক ‘মাহফিল ও শুকরিয়া সভা'য় এসব কথা বলেন বদি৷ উখিয়া ও টেকনাফে নির্বাচন সুষ্ঠু হওয়ায় টেকনাফ পৌরসভার আয়োজনে শুকরিয়া সভাটি করা হয়৷
সভায় নিজের বক্তব্যে বদি বলেন, ‘‘শুধু ইয়াবামুক্ত করার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে৷ কিন্তু কী কারণে তা আমরা ১০০ ভাগ মুক্ত করতে পারছি না, তা একমাত্র আল্লাহপাক ছাড়া আমরা জানি না৷ আমি জানি না৷''
ভিডিওটি বাংলাদেশের অনলাইন গণমাধ্যম পরিবর্তন ডট কম-এর ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে৷
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেলা গোয়েন্দা পুলিশ সবশেষ ইয়াবা ব্যবসায়ীর যে তালিকা করেছে, সেখানে আবদুর রহমান বদির নাম রয়েছে৷ এছাড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইয়াবার শীর্ষ কারবারিদের তালিকাতেও আছে তাঁর নাম৷ এছাড়া এই তালিকায় টেকনাফের সাবেক ও বর্তমান আরো ২২ জনপ্রতিনিধিরও নাম আছে, যাদের চারজনকে শুকরিয়া সভায় বদির সঙ্গে মঞ্চে দেখা গেছে৷
জেডএ/এসিবি