1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বদি চান ইয়াবার ‘গজব' থেকে মুক্তি

২৮ জানুয়ারি ২০১৯

আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুর রহমান বদি'র একটি ভিডিও সম্প্রতি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ সেখানে বদি ইয়াবার গজব থেকে মুক্তি চান৷

https://p.dw.com/p/3CIgI
Yaba Tabletten Droge Speed
ছবি: picture-alliance/epa/Barbara Walton

বদি বলেন, ‘‘আমাদের একটি মাত্র কলঙ্ক, সেটা হচ্ছে ইয়াবা৷ এই ইয়াবার কারণে এত বদনাম৷'' কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনকে ইয়াবামুক্ত করতে আলেম ওলামাদের সহযোগিতা চান তিনি৷

কক্সবাজারের টেকনাফে শনিবার দুপুরে এক ‘মাহফিল ও শুকরিয়া সভা'য় এসব কথা বলেন বদি৷ উখিয়া ও টেকনাফে নির্বাচন সুষ্ঠু হওয়ায় টেকনাফ পৌরসভার আয়োজনে শুকরিয়া সভাটি করা হয়৷

সভায় নিজের বক্তব্যে বদি বলেন, ‘‘শুধু ইয়াবামুক্ত করার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে৷ কিন্তু কী কারণে তা আমরা ১০০ ভাগ মুক্ত করতে পারছি না, তা একমাত্র আল্লাহপাক ছাড়া আমরা জানি না৷ আমি জানি না৷''

 

ভিডিওটি বাংলাদেশের অনলাইন গণমাধ্যম পরিবর্তন ডট কম-এর ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে৷

 স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেলা গোয়েন্দা পুলিশ সবশেষ ইয়াবা ব্যবসায়ীর যে তালিকা করেছে, সেখানে আবদুর রহমান বদির নাম রয়েছে৷ এছাড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইয়াবার শীর্ষ কারবারিদের তালিকাতেও আছে তাঁর নাম৷ এছাড়া এই তালিকায় টেকনাফের সাবেক ও বর্তমান আরো ২২ জনপ্রতিনিধিরও নাম আছে, যাদের চারজনকে শুকরিয়া সভায় বদির সঙ্গে মঞ্চে দেখা গেছে৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য