1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিএমএফ’এ জার্মান পররাষ্ট্রমন্ত্রী

১৮ জুন ২০১৩

বন শহরে ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরামের দ্বিতীয় দিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে ‘কি-নোট’ ভাষণ দেন৷ বর্তমান বিশ্বের চালচিত্র ও তরুণ প্রজন্মের বিশেষ ভূমিকার বিষয়টি তুলে ধরেন তিনি৷

https://p.dw.com/p/18rgK
ছবি: DW/M. Magunia

ডয়চে ভেলের ৬০ বছর পূর্তি উদযাপন, সেই সঙ্গে ডয়চে ভেলের নিজস্ব বাৎসরিক আয়োজন: গ্লোবাল মিডিয়া ফোরাম৷ এছাড়া মহাপরিচালক এরিক বেটারমান শীঘ্রই জার্মানির এই বৈদেশিক বেতার-টেলিভিশন সম্প্রচার কেন্দ্র পরিচালনার দায়িত্ব তুলে দিচ্ছেন উত্তরসূরি পেটার লিমবুর্গের হাতে৷ জার্মান সরকারের সংস্কৃতি ও মিডিয়া সংক্রান্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বের্ন্ড নয়মান তো উৎসব ও সম্মেলনের উদ্বোধন উপলক্ষ্যেই বলেন, ‘‘ডয়চে ভেলে শুধু স্বাধীনতা ও মানবাধিকারের মতো বিশ্বজনীন মূল্যবোধের বাহকই নয়, বরং সূচনা থেকেই (এই প্রতিষ্ঠান) ভিন্ন ভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধনের কাজ করে এসেছে৷''

GMF Global Media Forum 2013 Guido Westerwelle und Erik Bettermann 60 Jahre DW
ডয়চে ভেলের মহাপরিচালকের সঙ্গে ভেস্টারভেলেছবি: DW/M. Magunia

আজ সেই ডয়চে ভেলের মিডিয়া উপস্থাপনার গ্রাহক সারা বিশ্বে দশ কোটির বেশি ব্যবহারকারী: প্রত্যহ৷ ডয়চে ভেলের হয়ে কাজ করেন ৬০টি দেশ থেকে আগত প্রায় তিন হাজার সাংবাদিক ও কর্মী৷ সব মিলিয়ে জার্মানির সাবেক রাজধানী বন শহরে ডয়চে ভেলের মুখ্য কার্যালয়, ও সেই সঙ্গে পাশের ওয়ার্ল্ড কনফারেন্স সেন্টার প্রায় আড়াই হাজার অতিথি-অভ্যাগত-প্রতিনিধিদের সমাগমে জমজমাট৷ মঙ্গলবার সেখানেই উপস্থিত ছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷

গ্লোবাল মিডিয়া ফোরামে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

আগামী সেপ্টেম্বর মাসে জার্মানিতে সাধারণ নির্বাচন৷ প্রায় একই সময়ে ক্ষমতাকেন্দ্রে পালাবদল ঘটতে চলেছে ডয়চে ভেলেতেও৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে প্রথমেই বিদায়ী মহাপরিচালক এরিক বেটারমানকে ধন্যবাদ জানান৷ স্বাগত জানান আগামী মহাপরিচালক পেটার লিমবুর্গকেও৷ এছাড়া তিনি গত ৬০ বছর ধরে ডয়চে ভেলের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন ও সহকর্মীদের ধন্যবাদ জানান৷

ভেস্টারভেলে বলেন, পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে৷ বর্তমান প্রজন্ম এমন একটা আন্তর্জাতিকতার আবহের মধ্যে রয়েছে, যেমনটা আগে কখনো দেখা যায় নি৷ মোবাইল টেলিফোন বা আধুনিক প্রযুক্তি যে মাত্রায় পৌঁছে গেছে, তা অভূতপূর্ব৷ গত শতাব্দীতে বিপ্লব সহ যে সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটত, সে সম্পর্কে জানতে অনেক সময় লেগে যেত৷ কিন্তু আজ প্রায় সব ঘটনাই মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে৷ অতীতে শব্দ, কণ্ঠ ও ছবি একতরফা পাঠানো হতো৷ আজ ইন্টারনেটের দৌলতে মানুষ সহজেই তার নাগাল পেতে পারে৷ কিন্তু অন্যদিকে এটাও মনে রাখতে হবে, যে তথ্যের বন্যা মানেই সার্বিক চিত্র পাওয়া নয়৷ প্রজন্মের ধারণাও বদলে যাচ্ছে৷ আজ আর পরবর্তী প্রজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না – মাত্র কয়েক বছরের মধ্যেই দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে৷ গোটা বিশ্বের তরুণ প্রজন্মের মনে একই স্বপ্ন৷ তারা জানে, অন্যরা কীভাবে বেঁচে আছে৷ তাই স্বৈরাচারী শাসকরাও তরুণ প্রজন্মকে উপেক্ষা করতে পারছে না৷

GMF Global Media Forum 2013 Guido Westerwelle
ভেস্টারভেলে বলেন, বদলে যাচ্ছে বিশ্ব, বাড়ছে তরুণদের স্বপ্নছবি: DW/M. Magunia

ভেস্টারভেলে আরও বলেন, বদলে যাচ্ছে পৃথিবীর জনসংখ্যার গতি-প্রকৃতিও৷ ভারতের জনসংখ্যা শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের প্রায় তিন গুণ হতে পারে৷ তাছাড়া প্রজন্মের অনুপাতের মধ্যেও পার্থক্য বাড়ছে৷ পাকিস্তানের মতো দেশে জনসংখ্যার মধ্যায় তরুণ প্রজন্মের অনুপাত বেড়ে চলেছে৷ অন্যদিকে জার্মানির মতো শিল্পোন্নত দেশে তরুণদের সংখ্যা কমছে৷

পানামা বা সিঙ্গাপুরের মতো দেশও আজ বিশাল অবকাঠামো গড়ে তোলার ক্ষমতা রাখে৷ সেখানে জার্মানিতে রেল স্টেশন ও বিমানবন্দর তৈরির ক্ষেত্রে সমস্যার শেষ নেই৷ বাংলাদেশে পোশাক কারখানার সাম্প্রতিক দুর্ঘটনা তাঁকে ব্যথিত করেছে৷ ভেস্টারভেলের মতে, টেকসই উন্নয়নের পথে স্বল্পমেয়াদী মুনাফা দেখলে চলবে না৷ জি টোয়েন্টি-র দিকে তাকালে বোঝা যায়, বিশ্বের চরিত্র কতটা বদলে চলেছে৷ ‘নেক্সট সিক্স' গোষ্ঠী উঠে আসছে৷ আফ্রিকায় সম্ভাবনা বেড়ে চলেছে৷ অর্থনৈতিক উন্নতি ও রাজনৈতিক স্বাধীনতার মধ্যেও সম্পর্ক বাড়ছে৷ কিন্তু যত বেশি ব্যবসা-বাণিজ্য হবে, সমাজে মুক্তির সম্ভাবনাও বাড়ে৷ সুশিল সমাজ শক্তিশালী হচ্ছে৷ প্রতিবাদ-বিক্ষোভের মাধ্যমে তাদের সক্রিয় ভূমিকা উঠে আসছে৷ সম্প্রতি তুরস্কের ঘটনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে৷ সবার জন্য সমৃদ্ধি, মুক্ত সমাজ ছাড়া কোনো পথ নেই৷ তাদের সৃজনশীলতাও ক্ষতিগ্রস্ত হয়, বলেন ভেস্টারভেলে৷

এসবি, এসি /ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য